শিরোনাম
Passenger Voice | ০৫:২০ পিএম, ২০২৫-০৫-০৭
বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) যশোর কার্যালয়ে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গ্রাহক হয়রানি ও দালালদের দৌরাত্ম্যের অভিযোগে বুধবার (৭ মে) দুপুরে এই অভিযান চালানো হয়।
অভিযানে মো. আলী তারেক মারুফ নামের এক দালালকে আটক করে তিন দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
একইসঙ্গে কামাল হোসেন (৪৩) এবং আমিনুর কবীর (৫০) নামের আরও দুই ব্যক্তিকে ১ হাজার করে মোট ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট সুমাইয়া জাহান এই দণ্ড ও জরিমানাদেশ প্রদান করেন।
দুদক যশোর কার্যালয়ের সহকারী পরিচালক আল-আমিন বলেন, দীর্ঘদিন ধরে যশোর বিআরটিএতে গ্রাহকদের হয়রানি এবং দালালদের দৌরাত্ম্যের অভিযোগ পাওয়া যাচ্ছিল। এরই প্রেক্ষিতে এই অভিযান চালানো হয়। অভিযোগের সত্যতা পাওয়া গেছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2025 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত