শিরোনাম
Passenger Voice | ০৪:৫৩ পিএম, ২০২৪-১২-২৮
অভিনেত্রী প্রেমিকা জ্যাকলিন ফার্নান্দেজের জন্য একের পর এক কাণ্ড ঘটিয়েই চলেছেন প্রেমিক সুকেশ চন্দ্রশেখর। ২০০ কোটি রুপি প্রতারণার মামলায় জেলে বসেও প্রেমিকার প্রতি ভালোবাসা প্রকাশে নজির গড়ছেন তিনি।
জ্যাকলিনের জন্য নিয়মিতেই চিঠি লেখেন সুকেশ। বিভিন্ন সময় প্রেমিকার জন্য মূল্যবান উপহারও পাঠিয়েছেন তিনি। তবে এবার যা করলেন, সেটা রীতিমতো অবাক করেছে নেটিজেনদেরও।
বর্তমানে তিহার জেলে বন্দি রয়েছেন সুকেশ। বন্দি অবস্থাতেই শখের নারীকে বড়দিনের উপহার হিসেবে গোটা আঙুর বাগান কিনে দিয়েছেন তিনি।
দক্ষিণ ফ্রান্সের ১০৭ বছরের পুরনো একটি আস্ত আঙুর বাগার উপহার দিয়ে জ্যাকলিনের উদ্দেশে চিঠি লিখেছেন তিনি। যেখানে আঙুর বাগানের দলিলও জুড়ে দেওয়া হয়েছে।
চিঠিতে সুকেশ লিখেছেন, উৎসবে তোমার থেকে দূরে থাকতেই বড় বিরক্তি। যতই তোমার থেকে দূরে থাকি, তোমার ‘সান্তা’ হতে কে আটকায়!
জ্যাকলিনের কথিত এই প্রেমিক আরো লিখেছেন, আজ আমি তোমাকে ১০৭ বছরের পুরনো ওয়াইন উপহার দিচ্ছি না, বরং ভালোবাসার দেশ ফ্রান্সের গোটা একটি আঙুরের বাগান দিচ্ছি, যা তুমি কল্পনাও করতে পারোনি। আমি একদিন এই বাগানে তোমার হাত ধরে হাঁটবো। দুনিয়া হয়তো ভাবছে আমি পাগল। আমি তোমার প্রেমে সত্যিই পাগল।
সুকেশের চিঠির ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। যা দেখে অনেকে তার মানসিক সুস্থতা নিয়ে প্রশ্ন তুলেছেন। কেউ কেউ আবার বলেছেন, ভালোবাসলে মানুষ এভাবেই বিভিন্ন নজির গড়তে পারেন।
এদিকে সুকেশের চিঠি পেয়ে এবারও নীরব জ্যাকলিন। কোনো প্রতিক্রিয়াই জানাননি তিনি। এমনকি বরাবরের মতো সুকেশের সঙ্গে নিজের প্রেমের খবরেও সীলমোহর দেননি।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2025 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত