শিরোনাম
Passenger Voice | ০৪:০৬ পিএম, ২০২৪-১২-০৬
‘এই পদ্মা এই মেঘনা’ জনপ্রিয় দেশের গানের গীতিকার ও সুরকার আবু জাফর আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) দিনগত রাত ৩টা ৩০ মিনিটে মারা যান। তার বয়স হয়েছিল ৮২ বছর।
আবু জাফরের মরদেহ তার জন্মস্থান কুষ্টিয়ায় নেওয়া হচ্ছে। আজ (৬ ডিসেম্বর) আসরের নামাজের পর কুষ্টিয়া সরকারি কলেজ মাঠে তার জানাজা অনুষ্ঠিত হবে।
আবু জাফরের মেয়ে জিয়ান ফারিয়া গণমাধ্যমকে তার মৃত্যুর সংবাদ নিশ্চিত করেছেন। বার্ধক্যজনিত নানান জটিলতায় অনেকদিন ধরে অসুস্থ ছিলেন তিনি। আবু জাফর এক মেয়ে ও তিন ছেলে রেখে গেছেন। খ্যাতিমান সংগীতশিল্পী ফরিদা পারভীন তার সাবেক স্ত্রী।
আবু জাফর ‘তোমরা ভুলেই গেছ মল্লিকাদির নাম’, ‘নিন্দার কাঁটা যদি না বিঁধিল গায়ে’, ‘ আমি হেলেন কিংবা মমতাজকে দেখিনি’, ‘তুমি রাত আমি রাতজাগা পাখি’সহ অনেক কালজয়ী গানের গীতিকার ও সুরকার।
গুণী এ গীতিকার ও সুরকারের মৃত্যুতে দেশের সংগীত অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। আবু জাফর গান লেখা, সুর করা ছাড়াও কবি হিসেবে জনপ্রিয় ছিলেন। চুয়াডাঙ্গা কলেজ ও কুষ্টিয়া সরকারি কলেজে বাংলা বিভাগের অধ্যাপক ছিলেন আবু জাফর। কুষ্টিয়ার কুমারখালীর চাঁদপুর ইউনিয়নের গড়ের বাড়ি কাঞ্চনপুর গ্রামে তার জন্ম।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2025 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত