শিরোনাম
Passenger Voice | ০১:৫০ পিএম, ২০২৪-১১-৩০
দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। তেলেগু এবং তামিল চলচ্চিত্রের মাধ্যমে ভক্ত-অনুরাগীদের মাঝে খ্যাতি অর্জন করেছেন। পরবর্তীতে বলিউডে অভিষেক ঘটে।
অভিনেতা নাগা চৈতন্যের সঙ্গে বিচ্ছেদের পর কি কঠিন সময়ের মধ্যে দিয়ে যেতে হয়েছে তাকে। এর মাঝে মারা গেছেন সামান্থা রুথ প্রভুর বাবা জোসেফ প্রভু।
শোকস্তব্ধ অভিনেত্রী সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করলেন আবেগঘন পোস্ট। সেখানে লিখেছেন, ‘যত দিন না আবার আমাদের দেখা হচ্ছে বাবা’। সঙ্গে ভগ্ন হৃদয়ের ইমোজি ব্যবহার করেন।
চেন্নাইয়ে জোসেফ প্রভু ও নিনেট প্রভুর কোলে জন্ম নেন সামান্থা। তেলুগু অ্যাংলো-ইন্ডিয়ান পরিবারের সন্তান জোসেফ যার মাধ্যমে অনুপ্রাণিত হয়েছেন সামান্থা। অভিনেত্রীর জীবনকে প্রবলভাবে প্রভাবিত করেছেন তার বাবা।
বিনোদন দুনিয়ায় নিজের ক্যারিয়ার তৈরি করেছেন মেয়ে। তার এই চড়াই-উৎরাইয়ের সফরে ঢাল হয়ে দাঁড়িয়েছে পরিবার, সে কথা বারবার স্বীকার করেছেন সামান্থা।
বাবা হিসেবে জোসেফ অত্যন্ত স্নেহময়, আদুরে ছিলেন তা অভিনেত্রীর কথাতেই স্পষ্ট। সামান্থার ব্যক্তিগত জীবন নিয়ে খুব কমই প্রকাশ্যে মুখ খুলেছেন তিনি।
নাগা চৈতন্যের সঙ্গে সামান্থার বিচ্ছেদ যখন চর্চায় তখন এই ঘটনায় নিজের দুঃখ প্রকাশ করেছিলেন জোসেফ। সেই সঙ্গে সব মেনে জীবনে এগিয়ে চলার বার্তা দিয়েছিলেন তিনি। জোসেফের মৃত্যুতে অভিনেত্রীর পাশে দাঁড়িয়েছেন তার ইন্ডাস্ট্রির সহকর্মীরা।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2025 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত