শিরোনাম
Passenger Voice | ০৩:৩৫ পিএম, ২০২৪-১১-০৪
সংগীতভিত্তিক টিভি চ্যানেল গান বাংলার চেয়ারম্যান কৌশিক হোসেন তাপসকে গ্রেপ্তার করেছে পুলিশ। জুলাই-আগস্টে গণহত্যার ঘটনায় করা উত্তরা পূর্ব থানায় তার নামে মামলা হয়।
সেই মামলায় রোববার (৩ নভেম্বর) মধ্যরাতে রাজধানীর উত্তরা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
ডিএমপির উত্তরা বিভাগের উপকমিশনার (ডিসি) রওনক জাহান বিষয়টি নিশ্চিত করেছেন।
উত্তরা পূর্ব থানার (ওসি) ভারপ্রাপ্ত কর্মকর্তা মহিববুল্লাহ জানান, গতকাল রোববার (৩ নভেম্বর) রাত ১২টায় ভাটারা প্রগতি সরণি এলাকা থেকে কৌশিক হোসেন তাপস গ্রেপ্তার করা হয়েছে। গুলি করে হত্যার অভিযোগে তার বিরুদ্ধে মামলা রয়েছে। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে জিজ্ঞাসাবাদের জন্য সাতদিনের রিমান্ড চেয়ে সোমবার তাকে আদালতে পাঠানো হয়েছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2025 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত