শিক্ষার্থীদের সড়ক ব্যবহারের প্রশিক্ষণ প্রদান করলে দূর্ঘটনা কমবে

সিএনজি চালকদের জন্য মহাসড়কের পাশে আলাদা লেইন তৈরি করব: লায়ন ইমরান

Passenger Voice    |    ০২:৪১ পিএম, ২০২৩-১২-২৪


সিএনজি চালকদের জন্য মহাসড়কের পাশে আলাদা লেইন তৈরি করব: লায়ন ইমরান

উচ্চ আদালতে রীট করে প্রার্থীতা ফিরে পেয়েছেন চট্টগ্রাম-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী লায়ন আলহাজ্ব মোঃ ইমরান। তিনিও নিয়েছেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সবচেয়ে আলোচিত প্রতীক ঈগল। সীতাকুণ্ডের এই শিল্পপতি বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটির সদস্য। বাংলাদেশ আওয়ামী লীগ থেকে মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র হিসেবে সীতাকুন্ড, আকবরশাহ, পাহাড়তলী আংশিক এলাকায় সংসদ সদস্য পদে নির্বাচন করছেন। তিনি সংসদ সদস্য নির্বাচিত হলে সীতাকুণ্ডের সড়ক দূর্ঘটনা হ্রাসকল্পে ও যাত্রী নিরাপত্তায় কি পদক্ষেপ গ্রহণ করবেন তা নিয়ে খোলামেলা কথা বলেছেন দেশের প্রথম যোগাযোগ ও যাতায়াত বিষয়ক অনলাইন মাধ্যম “প্যাসেঞ্জার ভয়েস”এর সাথে। সাক্ষাৎকার’টি গ্রহণ করেন নিজস্ব প্রতিবেদক জয়নাল আবেদিন।

প্রশ্ন: জীবন যবনিকায় সীতাকুন্ডের সড়কে শেষ ঠিকানা। সড়ক দূর্ঘটনা রোধকল্পে আপনি কি পদক্ষেপ নেবেন। 

আলহাজ্ব মোঃ ইমরান: আমি লক্ষ্য করেছি সীতাকুন্ডের বেশ কয়েকটি স্থানে সড়ক দূর্ঘটনার মাত্রা বেশি। সীতাকুন্ড যেহেতু ইন্ড্রাস্টিয়াল এলাকা সেহেতু এই এলাকার সড়কে ভারী মোটরযানের চলাচলও বেশি। আমি নির্বাচিত হলে হাইওয়ে পুলিশ ও জেলা ট্রাফিক পুলিশের দায়িত্ব পালনকে বর্তমানের চেয়েও আধুনিক ও স্মার্ট রূপে রূপান্তরিত করার চেষ্টা করব। স্মার্ট
সীতাকুন্ড গড়তে হলে স্কুল,কলেজ ও মাদ্রাসা এবং বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদেরকে সড়ক নিরাপত্তা ও সড়ক ব্যবহার বিষয়ে নিয়মিত প্রশিক্ষণ প্রদান করার ব্যবস্থা গ্রহণ করব। স্কুল মাদ্রাসা থেকে যদি সড়ক দূর্ঘটনার বিষয়ে তাদের সচেতন করা যায় তাহলে সড়ক দূর্ঘটনা কমিয়ে আনা সম্ভব। 

প্রশ্ন: সীতাকুন্ড এলাকায় ছোট যানবাহন চলাচলের বিষয়ে আপনি কি ব্যবস্থা নেবেন?

লায়ন মোঃ ইমরান: দেখুন, সরকার মহাসড়কে সিএনজি অটোরিকশা ও থ্রি -হুইলার চলাচলের বিষয়ে নিষেধাজ্ঞা জারি করেছেন। তবে দীর্ঘ সময় ধরে যারা সীতাকুন্ডের দায়িত্ব পালন করেছেন তারা কেউ কখনো চিন্তাও করেন নি যে সিএনজি অটোরিকশা ও থ্রি - হুইলার চালকদের রুটি-রুজির বিকল্প ব্যবস্থা করার প্রয়োজনীয়তা। আমি নির্বাচিত হলে মহান জাতীয় সংসদে সীতাকুন্ডবাসীর পক্ষ থেকে সরকারের কাছে আবেদন জানাবো যেনো মহাসড়কের পাশে সিএনজি অটোরিকশা, থ্রি-হুইলার ও ছোট যানবাহন চলাচলের জন্য আলাদা লেইন তৈরি করা হয়। এতে সিএনজি অটোরিকশা ও থ্রি-হুইলার চালকদের রুটি-রুজির বিষয়টি যেমন নিশ্চিত করা যাবে, অন্যদিকে নিরাপদ ও স্বাচ্ছ্যন্দে যাত্রী সাধারণও ভ্রমণ নিশ্চিত করতে পারবে।

প্রশ্ন: মহাসড়কের অবৈধ ইউটার্নগুলো বন্ধের বিষয়ে আপনি কি চিন্তা করেন?

আলহাজ্ব মোঃ ইমরান: আমি লক্ষ্য করেছি স্থানীয় কিছু ব্যক্তিরা না বুঝে মহাসড়কের মধ্যখানে রোড ডিভাইডার ভেঙ্গে রাস্তা পারাপরের জন্য ইউটার্ন তৈরি করেছেন। আমি প্রথমে স্থানীয় ব্যক্তিদেরকে অবৈধ ইউটার্ন গুলোর কারণে দূর্ঘটনার ঝুঁকি সম্পর্কে সচেতন করবো। এবং স্থানীয় প্রশাসনের সহযোগীতায় এই অবৈধ ইউটার্নগুলো বন্ধের ব্যবস্থা গ্রহণ করবো। বিশেষ করে সীতাকুন্ড উত্তর বাইপাস, বারবকুন্ড বাজার, বাঁশবাড়িয়া বাজার, ফৌজদারহাট ক্যাডেট কলেজের সামনে ও সাবেক সংসদ সদস্য এবিএম আবুল কাশেম মাস্টারের বাড়ির সড়কের সামনের অবৈধ ইউটার্নগুলো সড়ক দুর্ঘটনার জন্য সবচেয়ে বেশি ঝুঁকি তৈরি করছে। 

প্রশ্ন: সড়ক দূর্ঘটনায় আহত ব্যক্তিদের উদ্ধার ও তাৎক্ষণিক চিকিৎসার জন্য কি ব্যবস্থা গ্রহণ করবেন?

লায়ন মোঃ ইমরান: সীতাকুন্ডের সড়ক দুর্ঘটনায় আহত ব্যক্তিদের উদ্ধারে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের দক্ষ কর্মীদের সমন্বয়ে একটি স্পেশাল টিম গঠন করব। আমাদের দেশে পুলিশ এবং ফায়ার সার্ভিসের সড়ক দুর্টনায় আহত ব্যক্তিদের উদ্ধারে স্পেশাল কোনো টিম না থাকায়, স্থানীয় ব্যক্তিরা যেনতেন ভাবে মানবিক বিবেচনায় উদ্ধার কার্যক্রম পরিচালনা করেন। প্রশিক্ষণ না থাকায় আহত  ব্যক্তিরা আরো বেশি মৃত্যু ও পঙ্গুত্বের ঝুঁকিতে পড়েন। সড়ক দুর্ঘটনায় আহত ব্যক্তিদের তাৎক্ষনিক চিকিৎসার জন্য আমি সীতাকুণ্ডের সকল পল্লী চিকিৎসকদেরকে আলাদা ভাবে প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ করবো। এবং তাদেরকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার জন্য দক্ষভাবে তৈরি করবো। উপজেলা স্থাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র ডাক্তারদের শিফট সিস্টেমে ২৪ ঘন্টা রাখার বিষয়ে ব্যবস্থা গ্রহন করবো। এতে ২৪ ঘন্টার যে কোন সময়ে যে কোন দুর্ঘটনায় সঠিক চিকিৎসা ব্যবস্থা নিশ্চিত করা যাবে।

প্রশ্ন: নির্বাচিত হলে আপনার সংসদীয় এলাকা ঘিরে কি পরিকল্পনা রয়েছে ?

আলহাজ্ব মোঃ ইমরান: আমি সব সময় একটা কথা বলি অপরাধমুক্ত সুশিক্ষিত সমাজ গড়ে তুলতে হবে। এটার অর্থ হচ্ছে শুধু শিক্ষিত হলে হবেনা, এছাড়া আপনি সার্টিফিকেট একটা নিলেন কিন্তু সার্টিফিকেট অনুযায়ী আপনার যোগ্যতা নেই তার কোন মূল্য নেই। তবে আপনি যদি সুশিক্ষিত হয়ে থাকেন তাহলে দেশে কোন অপরাধ ঘটবেনা।

প্রশ্ন: নির্বাচনী প্রচারণা কেমন চলছে এবং নির্বাচনী প্রচারণা করতে গিয়ে বাঁধার সম্মুখীন হয়েছেন কিনা?

আলহাজ্ব মোঃ ইমরান: আলহামদুলিল্লাহ ভাল চলছে। মানুষের বিপুল সাড়া পাচ্ছি। বিগত দিনেও  প্রচারণা করেছি কিন্তু দূর্বিত্তরা আমার পোস্টার ছিঁড়ে ফেলে দেয়। এরপরেও চলমান ছিল আমার পোস্টার লাগানো। এখন নির্বাচনী আচরণবিধির কারণে সব তুলে ফেলেছি।

প্রশ্ন: আপনি ঈগল প্রতীক বরাদ্দ পেয়েছেন। কিন্তু আমরা জানি ঈগলের বিশেষ ৭ টি বৈশিষ্ট্য রয়েছে। ঈগলের সাতটি গুণ আপনার মধ্যে সাধারণ মানুষ পাবেন কিনা? 

আলহাজ্ব মোঃ ইমরান: ঈগলের সাতটি বৈশিষ্ট্য ছাড়াও আরো বৈশিষ্ট্য রয়েছে। এই বৈশিষ্ট্যের মধ্যে একটি বৈশিষ্ট্য হচ্ছে ঈগল অনেক দূর থেকে সবকিছু দেখতে পারে। আমি যেহেতু অন্তর দিয়ে সবকিছু করবো আমার লক্ষ্য হলো জনগণের সেবা ও তাদের দুর্দশা দূর করা। আশা করি ঈগলের মত আপনারা আমাকে পাবেন। ঈগলের মত দূর থেকে সবকিছু দেখবো এবং আপ্রাণ চেষ্টা করবো সাধারণ মানুষের দূর্দশা দূর করার। 

প্রশ্ন: নির্বাচন কি সুষ্ঠ হবে বলে মনে করেন? 

আলহাজ্ব মোঃ ইমরান: আশা করি অবশ্যই নির্বাচন সুষ্ঠ হবে।মাননীয় প্রধানমন্ত্রী বার বার এটা ম্যানসন করেছেন। এ ছাড়া আমাদের সাধারণ সম্পাদক বার বার বলেছেন,  নির্বাচন সুষ্ঠ হবে এবং আমার মনে হয় ভোটারদের উপস্থিতি অনেক হবে। আর ভোটার উপস্থিতি হলে বুঝা যাবে কার কত সমর্থক। আমার পক্ষ থেকে অনুরোধ থাকবে সরকারের প্রতি, নির্বাচন কমিশনের প্রতি নির্বাচন সুষ্ঠ করার জন্য।

প্রশ্ন: নির্বাচনে বিজয় লাভ যদি না করেন সামাজিক কাজ অব্যাহত থাকবে? 

আলহাজ্ব মোঃ ইমরান: মানুষ চাইলেই মানুষের জন্য সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে অনেক কিছুই করতে পারে, তবে সামর্থ্য যোগান থাকার পরও চাইলেই সবকিছু করা সম্ভব না। আর বাংলাদেশের বর্তমান বাস্তবতায় তা-তো আরও অসম্ভব একটা ব্যাপার। এই ধরেন, ফৌজদারহাট কে.এম. হাইস্কুল, যেখানে আমার শৈশব ও কৈশোরের বড় একটা সময় কেটেছে। আল্লাহ্ রাব্বুল আলামিন আমাকে সামর্থ্য দিয়েছেন, এ স্কুলের জন্য কিছু করবার। কিন্তু এখন আমি লায়ন মোহাম্মদ ইমরান স্কুলের ছাত্রছাত্রীদের জন্য কিছু করতে চাইলে স্বভাবতই প্রধান শিক্ষকের অনুমতি নিতে হবে। আমার পক্ষ থেকে আবেদন করা হলেও প্রধান শিক্ষককে স্কুল পরিচালনা কমিটির সভাপতি মাননীয় সংসদ সদস্য থেকে গ্রীন সিগন্যাল নিয়ে তবেই আমাকে অনুমতি দিতে হবে। এখন যদি মাননীয় এমপি কোন কারণে ‘না’ বলেন তাহলে সম্মানিত প্রধান শিক্ষক কিংবা আমার জন্য বিষয়টি বিব্রতকর হবে না? এটাই এখন বর্তমান সীতাকুণ্ডের প্রকৃত চেহারা। তাই বলে আমি বসে নেই। আমি ও আমার স্ত্রী মিসেস নিশাত ইমরান লায়ন্স ক্লাবের সাথে সম্পৃক্ত আছি। আমার স্ত্রী মিসেস নিশাত ইমরান লায়ন্স ক্লাব অব চিটাগংয়ের সভাপতি ছিলেন এবং বর্তমানে ডিস্ট্রিক্ট গভর্নরের বিশেষ কো-অরডিনেটর। বিগত প্রায় ১৩ বছর ধরে আমরা লায়ন্স ক্লাবের ব্যানারে এলাকার জনগণের জন্য খাদ্য, বস্ত্র ও চিকিৎসা ক্যাম্পসহ নানান কর্মসূচির মাধ্যমে নিয়মিত কাজ করেছি। দানের পরিমান এবং মান অত্যন্ত ভাল হওয়ার কারণে এলাকার লোকজনরে কাছে অনেক সুনাম আছে। সম্প্রতি ভাটিয়ারী জেলেপাড়ায় আগুন লাগার পর দলীয় নেতাকর্মীদের আগেই আমি আমার লোকজন নিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর কাছে গিয়েছি এবং সহায়তা প্রদান করেছি।

পারিবারিকভাবে আমরা ১৯৭৫ সালের পর থেকেই চরম বিরূপ পরিবেশে বড়ভাই আলহাজ্ব মোহাম্মদ ইকবালের হাত ধরে বাংলাদেশ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনগুলোর ডোনার হিসেবে কাজ করছি। যখন যেখানে যা প্রয়োজন তা সরবারহ করেছি এবং এখনো করছি। প্রয়াত আওয়ামী লীগ নেতা ও প্রাক্তন শ্রমমন্ত্রী এম এ মান্নান, আখতারুজ্জামান চৌধুরী বাবু, সাবেক মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরী এবং সাবেক এমপি ইসহাক মিয়াঁ সহ আওয়ামী লীগের অন্যান্য নেতাকর্মীদের মাধ্যমে নিয়মিতভাবে আওয়ামী লীগকে আর্থিক সহযোগিতা প্রদান করেছি। বর্তমানে যুবলীগ নেতা সাজ্জাত হোসেন সহ অন্যান্য নেতাকর্মীদের মাধ্যমে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্ট কর্তৃক অনুমোদিত বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা চট্টগ্রাম মহানগর শাখার প্রধান পৃষ্ঠপোষক, বঙ্গবন্ধু শিক্ষা ফাউন্ডেশন চট্টগ্রাম মহানগর শাখার প্রধান উপদেষ্টা এবং কেন্দ্রীয় বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা ঢাকার উপদেষ্টা হিসেবে চট্টগ্রাম, ঢাকা, ইত্যাদি স্থানে বিভিন্ন অনুষ্ঠান আয়োজনের খরচাদি দীর্ঘদিন ধরে বহন করে আসছি।

জানা যায়, আওয়ামী লীগের এই নেতা প্রকাশ্য ও অগোচরে হাজার হাজার মানুষের কল্যাণে তাদের পাশে দাঁড়িয়েছেন। নিজ দল আওয়ামী লীগের জন্য সবোর্চ্চ সহযোগিতা করে গেছেন।তিনি অত্যন্ত সৎ ও সদালাপী মানুষ হিসেবে পরিচিত। স্থানীয়রা বলেন সুষ্ঠ নির্বাচন হলে লায়ন আলহাজ্ব মোঃ ইমরান ঈগল প্রতিকে বিপুল সংখ্যক ভোটে নির্বাচিত হবেন।