শিরোনাম
Passenger Voice | ০২:১৬ পিএম, ২০২৩-১২-২৩
বাঁশখালীর কালীপুর ও পুকুরিয়া ইউনিয়নের স্থানীয় নেতাকর্মীদের সাথে নিয়ে গণসংযোগকালে চট্টগ্রাম–১৬ (বাঁশখালী) আসনের স্বতন্ত্র প্রার্থী মুজিবুর রহমান বলেছেন, নির্বাচিত হলে বাঁশখালীর প্রধান সড়ক চারলেনে উন্নীত করা হবে। গত বৃহস্পতিবার দুপুরে বাঁশখালীর কালীপুর ইউনিয়নের ঋষিধামে ইউনিয়নে স্থানীয় ভোটার ও ঋষিধামের মোহন্ত মহারাজ সুদর্শনানন্দ পুরীর সাথে শুভেচ্ছা বিনিময় করেন তিনি।
এরপর সাধনপুর ইউনিয়েন সৎসঙ্গ ও লীলা কীর্তন অনুষ্ঠানে সনাতনী ভোটারদের সাথে কুশল বিনিময় করেন। সন্ধ্যায় পুকুরিয়া ইউনিয়নের মাদ্রাসার সভায় আগত ধর্মপ্রাণ মানুষদের সাথে সাক্ষাৎ করেন এবং নির্বাচনী কার্যালয়ে আয়োজিত পথসভায় বক্তব্য রাখেন মুজিবুর রহমান।
এ সময় স্বতন্ত্র প্রার্থী মুজিবুর রহমান সিআইপি বলেন, বাঁশখালী প্রধান সড়ক একলেনের। এই সড়ক দিয়ে প্রতিদিন বাঁশখালীসহ কক্সবাজারের চকরিয়া, পেকুয়া, বদরখালী ও মহেশখালীর অসংখ্য যানবাহন যাতায়াত করে। একলেনের সড়কে অতিরিক্ত যানবাহনের কারণে সড়কের বিভিন্ন স্থানে যানজটের সৃষ্টি হয়। এতে করে মানুষের গুরুত্বপূর্ণ সময় নষ্ট হয়। আমি সংসদ সদস্য নির্বাচিত হলে বাঁশখালীর প্রধান সড়ককে চারলেনে উন্নীত করতে কাজ করবো। প্রেস বিজ্ঞপ্তি।
প্যা/ভ/ম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2025 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত