আওয়ামী লীগের বিজয় শোভাযাত্রা শুরু

Passenger Voice    |    ০৪:১৯ পিএম, ২০২৩-১২-১৯


আওয়ামী লীগের বিজয় শোভাযাত্রা শুরু

মহান বিজয় দিবস উপলক্ষ্যে আওয়ামী লীগের বিজয় শোভাযাত্রা শুরু হয়েছে। দলের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এই শোভাযাত্রা উদ্বোধন করেন। 

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) বিকেলে রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন থেকে বিজয় শোভাযাত্রাটি শুরু হয়। এ সময় আওয়ামী লীগের কেন্দ্রীয়, ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তরসহ সহযোগী সংগঠনের নেতারা অংশ নিয়েছেন।

সরেজমিনে দেখা গেছে, শোভাযাত্রায় অংশ নিতে দুপুর থেকেই নেতাকর্মী জড়ো হন। সময় বাড়ার সঙ্গে সঙ্গে রাজধানীর শাহবাগ থেকে শুরু করে মৎস্য ভবনকেও ছাড়িয়ে যায় নেতাকর্মীর উপস্থিতি। ঢাকার বিভিন্ন আসনের নৌকার প্রার্থীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে শোভাযাত্রা অংশ নিয়েছেন।

প্যা/ভ/ম