শিরোনাম
Passenger Voice | ১২:৪৬ পিএম, ২০২৩-১২-১১
ঢাকাই সুপারস্টার শাকিব খান বছরজুড়ে পাল্লা দিয়ে সাফল্য কুড়াচ্ছেন। একের পর এক স্বপ্ন পূরণের গল্প। এবার ‘রাজকুমার’ সিনেমার নায়িকার সঙ্গে ছবি পোস্ট করে বললেন ‘রাজকুমার’ আসছে খুব শিগগির।
গত ঈদে মুক্তি পায় ‘প্রিয়তমা’। যেটি ঢাকাই কিংয়ের ঘুরে দাঁড়ানোর পথে আলো ধরেছিল। এবার ঈদেও নতুন গল্পের সিনেমা নিয়ে হাজির হবেন শাকিব। আবারো এক হলেন নির্মাতা-অভিনেতা জুটি হিমেল আশরাফ ও শাকিব।
এর আগে নির্মাতা হিমেল আশরাফের বরাতে জানা যায়, ২০২৪ সালের ঈদুল ফিতরে আসবে ‘রাজকুমার’ সিনেমাটি।
প্রতিবেদনটি লেখার প্রায় ১৪ ঘন্টা আগে শাকিব খানের ফেসবুকে দেখা যায়, তিনি লিখেছেন ‘রাজকুমার’ আসছে আরশাদ আদনানের প্রযোজনায় এবং হিমেল আশরাফের পরিচালনায়। লেখার সঙ্গে নায়ক জুড়ে দিয়েছেন ভালোবাসার ইমোজিও।
নির্মাতা হিমেল আশরাফও একই সময় তাদের ছবি দিয়ে একটি পোস্ট করে লিখেছেন, ‘রাজকুমার’ এর সুপারস্টার শাকিব খান ও নায়িকা মার্কিন অভিনেত্রী কোর্টনি কফি। ছবিতে পাশে দেখা যাচ্ছে ‘রাজকুমার’ এর মহরথীরা এক ফ্রেমে।
এর আগে নির্মাতা বলেছিলেন, ‘২০২৪ সালের ঈদুল ফিতরে আসবে ‘রাজকুমার’ সিনেমাটি। শাকিব খান এবং আরশাদ আদনান নতুন কিছু নিয়ে আসছে যা ভেঙে দেবে ‘প্রিয়তমা’র সকল রেকর্ড।’
এর আগে দেশের ইতিহাসে অন্যতম ব্যবসা সফল সিনেমার তকমা পেয়েছিল ঢাকাই সুপারস্টার শাকিব খান অভিনীত ‘প্রিয়তমা’।
প্যা/ভ/ম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2025 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত