বরিশালে অবরোধ সফল করতে বিএনপি’র মিছিল

Passenger Voice    |    ০৩:৪৬ পিএম, ২০২৩-১২-০৭


বরিশালে অবরোধ সফল করতে বিএনপি’র মিছিল

দশম দফায় অবরোধ কর্মসূচি সফল করতে বরিশালে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি ও অঙ্গ সংগঠন।

বৃহস্পতিবার সকাল ৮টায় নগরীর কাশিপুর মাদ্রাসা এলাকায় বিক্ষোভ মিছিল করে মহানগর বিএনপি। মহানগর বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য আফরোজা খানম নাসরিনের নেতৃত্বে একটি মিছিল বের হয়। মিছিলটি বেশ কিছুদূর গিয়ে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করে। মিছিল থেকে অবরোধের সমর্থনে নানা স্লোগান দেয়া হয়।

এছাড়াও সকাল সাড়ে ৮ টায় নগরীর কাশিপুর বাজারে ২৮ নং ওয়ার্ড বিএনপির বিক্ষোভ মিছিল বের করে।

যে কোন অপ্রীতির ঘটনা রোধে নগরীর গুরুত্বপূর্ন স্থানে পুলিশ এবং আনসার মোতায়েন রয়েছে। এছাড়া টহল দিচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী।