শিরোনাম
Passenger Voice | ০১:৩২ পিএম, ২০২৩-১১-২৭
দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিলকে একতরফা ও অবৈধ ঘোষণা দিয়ে তা প্রত্যাখ্যান করে একদফা দাবিতে বিএনপির সপ্তম দফার ৪৮ ঘণ্টার অবরোধ পালন করছে বিএনপি সমমনা দলগুলো। এই পর্যায়ের ৪৮ ঘণ্টার অবরোধের শেষ দিন আজ।
এই অবরোধ শুরু হয়েছিল রোববার ভোর ৬টায়। এই কর্মসূচি মঙ্গলবার ভোর ৬টায় তা শেষ হবে।
রোববার ভোরে শুরু হওয়া বিএনপির ডাকা অবরোধে রাজধানীতে সকালে অবরোধের সমর্থনে নেতাকর্মীরা মিছিল করেছেন। অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ঝটিকা মিছিল করেছেন।
রাজধানীতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
গত ১৫ নভেম্বর রাতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। তিনি ঘোষণা করেন, ২৪ সালের জানুয়ারি ৭ তারিখে নির্বাচন অনুষ্ঠিত হবে। আওয়ামী লীগ এই তফসিল ঘোষণাকে স্বাগত জানালেও তা প্রত্যাখ্যান করে বিএনপি জামায়াতে ইসলামীসহ বিরোধী সমমনা জোটগুলো।
২৮ অক্টোবর মহাসমাবেশে হামলা হওয়ার পর থেকেই বিএনপি ইতোমধ্যে দুই দফায় তিন দিনের হরতাল, এবং ষষ্ঠ দফায় ১৪ দিনের অবরোধ কর্মসূচি পালন করেছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2025 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত