শিরোনাম
Passenger Voice | ১১:১৯ এএম, ২০২৩-০৫-২৯
গাঁটছড়া সিরিয়ালের পর বেশ কিছুদিনের জন্য ছুটিতে গিয়েছিলেন কলকাতার অভিনেত্রী শোলাঙ্কি রায়। ছুটি নিয়ে একেবারে নিজের মতো করেই সময় কাটাতে ব্যস্ত হয়ে পড়েন অভিনেত্রী। কিন্তু ফের কাজে ফিরছেন তিনি। কিন্তু সেজন্য নিজেকে ফিট রাখাটা জরুরি। তাই জিমে ঘাম ঝরাচ্ছেন অভিনেত্রী।
ভারতীয় গণমাধ্যম আজতাকের খবরে বলা হয়, নতুন সিনেমা ও সিরিজে ফিরবেন শোলাঙ্কি। তার আগে নিজেকে আরও গ্ল্যামারাস করে তুলতে চান।
জিম করার সেই ভিডিও শোলাঙ্কি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। যেখানে দেখা গিয়েছে, অভিনেত্রী কার্ডিও, পুশ আপসহ একাধিক শরীরচর্চার প্রক্রিয়ায় ব্যস্ত রয়েছেন।
তবে সেখানে মন্তব্য করছেন অভিনেত্রীর বন্ধু ও নেটিজেনরা। সহ-অভিনেতা অনিন্দ্য চট্টোপাধ্যায়ও লেখেন, “ওরে না পাগলি! খাবি কী?”
গাঁটছড়া সিরিয়াল থেকেই শোলাঙ্কি অভিনীত খড়ি চরিত্রটি দারুণভাবে জনপ্রিয়তা পেয়েছিল। কিছুদিন পরেই মুক্তি পাবে তার নতুন ছবি ‘শহরের উষ্ণতম দিনে’।
প্যা/ভ/ম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2025 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত