শিরোনাম
Entertainment desk | ১২:৪১ পিএম, ২০২৩-০৪-১৬
বাংলাদেশে বলিউড বাদশা শাহরুখ খান অভিনীত ‘পাঠান’ সিনেমাটি মুক্তি পাচ্ছে আগামী ৫ মে। সাফটা চুক্তির আওতায় এটি বাংলাদেশে আমদানি করছে অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট।
প্রতিষ্ঠানটির পক্ষ থেকে অনন্য মামুন বলেন, ‘দেশের বাজারে “পাঠান” মুক্তির বিষয়ে অনেকদিন আগে থেকেই আলোচনা হচ্ছিল। দেশের মানুষ “পাঠান” দেখতে চায়। শাহরুখ খানের এই ছবিটি ইতিমধ্যেই অনেক ওটিটি মাধ্যমে এসেছে। কিন্তু সিনেমা হলে দেখার বিষয়টি আলাদা।’
তিনি আরও বলেন, ‘অবশেষে বলিউডের এই ছবিটি আগামী ৫ মে দেশে মুক্তি পাচ্ছে। আমরা ইতিমধ্যেই ১৬ হলে সার্ভার বসিয়েছি। ঈদের পর আশা করি, ৪০টি সিনেমা হল প্রস্তুত হয়ে যাবে।’
চলতি বছর ২৫ জানুয়ারি ভারতে মুক্তি পায় ‘পাঠান’। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত সিনেমাটি দিয়ে ৪ বছর পর বড় পর্দায় ফিরেছেন শাহরুখ খান। এতে আরও অভিনয় করেছেন দীপিকা পাড়ুকোন ও জন আব্রাহাম। এছাড়া ক্যামিও চরিত্রে দেখা গেছে সালমান খানকে।
এদিকে, সম্প্রতি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় প্রতি বছর ১০টি হিন্দি সিনেমা আমদানির অনুমতি দিয়েছে। এছাড়াও ৫ শর্ত দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। তথ্য মন্ত্রণালয়ের উপসচিব মো. সাইফুল ইসলাম স্বাক্ষরিত এই অনুমতিপত্রে জানানো হয়, সাফটা ভুক্ত দেশ হতে উপমহাদেশীয় ভাষায় নির্মিত ১০টি সিনেমা বছরে আমদানি করা যাবে। বিপরীতে সমান সংখ্যক বাংলাদেশি সিনেমা রপ্তানি করতে হবে।
আপাতত দুই বছরের জন্য পরীক্ষামূলকভাবে অনুমতি দেওয়া হয়েছে। যা আমদানি ও রপ্তানি করতে পারবেন বাংলাদেশের বৈধ চলচ্চিত্র প্রযোজক ও পরিবেশকরা।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2025 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত