শিরোনাম
Entertainment desk | ০১:২৪ পিএম, ২০২৩-০৩-৩১
নানা কারণে সারা বছরই আলোচনায় থাকেন ফেসবুক ও ইউটিউরের ভাইরাল ব্যক্তি আশরাফুল আলম ওরফে হিরো আলম। সেই ধারাবাহিকতায় খ্যাতিমান অভিনেতা ও নাট্যজন মামুনুর রশীদের করা এক মন্তব্যের জেরে কয়েক দিন ধরে আলোচনার কেন্দ্রে রয়েছেন স্বঘোষিত এই হিরো।
চলমান সেই আলোচনার মাঝেই নতুন এক আলোচনার জন্ম দিলেন হিরো আলম। বৃহস্পতিবার একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি দাবি করলেন, বর্তমান সময়ের জনপ্রিয় তিন নায়িকা অপু বিশ্বাস, শবনম ইয়াসমিন বুবলী ও পরীমনিদের চেয়ে তিনি যোগ্যতায় কোনো অংশে কম নন!
হিরো আলমের কাছে প্রশ্ন ছিল, বর্তমান সময়ের আলোচিত চিত্রনায়িকা অপু-বুবলী ও পরীমনির সঙ্গে তার কাজ করার ইচ্ছা আছে কি না। এর জবাবে হিরো আলম দাবি করেন, ‘সবার সঙ্গেই আমার সম্পর্ক ভালো। কাজ করার ইচ্ছাও আছে। কারণ তাদের থেকে আমার যোগ্যতা কোনো অংশে কম নয়।’
হিরো আলমের দাবি, অপু-বুবলী-পরীমনিদের সঙ্গে কাজ করার যোগ্যতা তার আছে। কিন্তু সমাজের একশ্রেণির লোক তাদের সঙ্গে কাজ করার সুযোগ করে দেয় না বলে অভিযোগ করেছেন তিনি।
হিরো আলম বলেন, ‘যখনই কোনো নায়িকার সঙ্গে কাজের চুক্তি করি, পরে কিছু মানুষ তাদের ধুয়ে দেয়। বলে যে, আপনি এ গ্রেডের নায়িকা, কেন হিরো আলমের সঙ্গে কাজ করতে যাবেন। তখন তারা পিছুটান দেয়। আমি মনে করি, তাদের যোগ্যতা আর আমার যোগ্যতা কোনো অংশেই কম নয়।’
ওই সাক্ষাৎকারে তাকে নিয়ে করা মামুনুর রশীদের মন্তব্যের ব্যাপারেও কথা বলেন হিরো আলম। জানান, মামুনুর রশীদ গুণী ব্যক্তি। তাকে তিনি সম্মান করেন। সেই বিবেচনায় মামলা করেননি। তবে ভবিষ্যতে তাকে নিয়ে কেউ বিরূপ মন্তব্য করলে ছেড়ে দেবেন না বলে হুঁশিয়ারিও দেন হিরো।
সম্প্রতি একটি সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে অভিনেতা মামুনুর রশীদ মন্তব্য করেন, ‘আমরা একটা রুচির দুর্ভিক্ষের মধ্যে পড়ে গেছি। সেখান থেকেই হিরো আলমের মতো একজন মানুষের উত্থান হয়েছে। এই উত্থান কুরুচি, কুশিক্ষা ও অপসংস্কৃতির উত্থান। এটা যেমন রাজনৈতিক সমস্যা, তেমনি আমাদের সাংস্কৃতিক সমস্যাও।’
সাক্ষাৎকারে হিরো আলম জানান, তিনি মামুনুর রশীদের এই মন্তব্যে ভীষণ কষ্ট পেয়েছেন। বলেন, ‘তাদের (মামুনুর রশীদ) মতো লোক আমাদের সহযোগিতা না করে ক্ষতির চেষ্টা করছেন। তাকে তো কারও ব্যাপারে বাজে মন্তব্য করার অধিকার দেওয়া হয়নি।’
হিরো আলম বলেন, ‘মামুনুর রশীদ সাহেবের মন্তব্যে শুধু আমার সম্মানহানিই হয়নি, আমি প্রচণ্ড কষ্টও পেয়েছি। এতটাই কষ্ট পেয়েছি যে, আমি নাকি বাংলাদেশের একমাত্র কাঁটা।’ তার মতে, ‘আমি যদি বাংলাদেশের একমাত্র কাঁটা হয়ে থাকি, তাহলে আমার দুনিয়া ছেড়ে চলে যাওয়া উচিত।’
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2025 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত