যানজট নিয়ন্ত্রণে ট্রাফিক বিভাগের ১৫ নির্দেশনা

Passenger Voice    |    ১২:৩১ পিএম, ২০২৩-০৩-২৪


যানজট নিয়ন্ত্রণে ট্রাফিক বিভাগের ১৫ নির্দেশনা

রমজান উপলক্ষে রাজধানী ঢাকার যানজট নিরসনে ১৫টি নির্দেশনা দিয়েছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। গতকাল ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন এ ১৫ নির্দেশনার তথ্য জানান।

ট্রাফিক পুলিশের নির্দেশনাগুলোর মধ্যে উল্লেখযোগ্য— ঢাকা মহানগরীতে দূরপাল্লা ও আন্তঃজেলা বাস টার্মিনালের অভ্যন্তরে কোনো বাস সড়কে রেখে বা থামিয়ে যাত্রী ওঠানো যাবে না। টার্মিনালের ভেতরে থাকা অবস্থায় যাত্রীদের বাসের আসন গ্রহণ করতে হবে। ঢাকা মহানগরীতে আন্তঃজেলা ও দূরপাল্লার বাসগুলো টার্মিনালসংলগ্ন প্রধান সড়কের অংশ দখল করে দাঁড়াবে না। ভ্রমণকালে ঢাকা মহানগরের প্রবেশ ও বাহির পথের গণপরিবহনগুলোকে শৃঙ্খলা মেনে চলতে হবে, যেন কোনো অযাচিত যানজটের সৃষ্টি না হয়। আন্তঃজেলা পরিবহনের যাত্রীরা বা গমনপ্রত্যাশীদের প্রধান সড়কে এসে অপেক্ষা বা দাঁড়িয়ে না থেকে টার্মিনালের ভেতরে অবস্থান করতে হবে। ঢাকা মহানগর থেকে দূরপাল্লার রুটে পারমিটবিহীন বা অননুমোদিত কোনো বাস চলাচল করবে না। বাসের সঙ্গে সংশ্লিষ্ট সবাই বিষয়টি কঠোরভাবে মেনে চলবেন এবং কর্তৃপক্ষকে সহায়তা করবেন।

ডিএমপির অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) মুনিবুর রহমান বলেন, ‘‌রমজানে রাজধানীর সড়কে স্বাভাবিকভাবেই বাড়তি চাপ পড়ে। পাশাপাশি বিপণিবিতানগুলোয় মানুষের আনাগোনা বেড়ে যাওয়ায় যানজটের শঙ্কা থাকে। এই রমজানে যানজট নিয়ন্ত্রণে বেশকিছু নির্দেশনা দেয়া হয়েছে। সবার সহযোগিতা পেলে রজমানে যান চলাচল স্বাভাবিক রাখা যাবে।’

 

প্যা.ভ/ত