যাত্রীবাহী বাস খাদে, পুড়ে মৃত্যু ৪১ যাত্রীর

Passenger Voice    |    ০১:৫২ পিএম, ২০২৩-০১-৩০


যাত্রীবাহী বাস খাদে, পুড়ে মৃত্যু ৪১ যাত্রীর

পাকিস্তানের বেলুচিস্তানে যাত্রীবাহী বাস খাদে পড়ে কমপক্ষে ৪১ জন নিহত হয়েছেন। আজ রোববার (২৯ জানুয়ারি) সকালে লাসবেলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। খবর ডন।

স্থানীয় অ্যাসিস্ট্যান্ট কমিশনার হামজা আঞ্জুম জানান, ওই গাড়িতে ৪৮ জনের মতো যাত্রী ছিলেন। তারা কোয়েটা থেকে করাচি যাচ্ছিলেন।

আরও বলেন, দ্রুতগতির কারণে লাসবেলার কাছে ইউ-টার্ন নেওয়ার সময় বাসটি একটি ব্রিজের পিলারে ধাক্কা মারে। এর জেরে একটি গিরিখাতের মধ্যে পড়ে আগুন ধরে যায়।

দুর্ঘটনাস্থল থেকে এক শিশু ও এক নারীসহ তিনজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তবে আহতদের একজন হাসপাতালে নেয়ার পথে মারা গিছেন।

নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন ওই কর্মকর্তা। আরও জানান, বিধ্বস্ত বাস থেকে উদ্ধার হওয়া লাশগুলো শনাক্তের জন্য ডিএনএ পরীক্ষা করা হবে।

পাকিস্তানে সড়ক দুর্ঘটনা নিয়মিত একটি ঘটনা। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, ২০১৮ সালে পাকিস্তানের রাস্তায় ২৭ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছে।

গত বছরের জুনে উত্তর বেলুচিস্তানের কিলা সাইফুল্লাহ জেলার কাছে একটি যাত্রীবাহী ভ্যান খাদে পড়ে গেলে একই পরিবারের নয়জনসহ কমপক্ষে ২২ জন নিহত হয়।


প্যা/ভ/ম