শিরোনাম
Passenger Voice | ০২:০৯ পিএম, ২০২২-১২-২৫
দক্ষিণ ভারতের প্রবীণ অভিনেতা চালাপতি রাও আর নেই। হৃদরোগে আক্রান্ত হয়ে রবিবার (২৫ ডিসেম্বর) সকালে মারা গেছেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর। স্ত্রী ইন্দুমতী এবং তিন সন্তানকে রেখে গেছেন অভিনেতা।
দীর্ঘ অভিনয় জীবনে ৬০০টির বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন চালাপতি রাও। তবে তেলেগু সিনেমায় কমেডি এবং খলনায়ক চরিত্রের জন্য তিনি বেশি পরিচিত ছিলেন।
ভারতের অন্ধ্রপ্রদেশের বালিপারুর বাসিন্দা চালাপতি রাও। ‘সাক্ষী’ (১৯৬৬), ‘ড্রাইভার রামুডু’ (১৯৭৯), ‘বজরাম’সহ (১৯৯৫) অসংখ্য তেলেগু-তামিল চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। ২০০৯ সালে বলিউড ফিল্ম ‘কিক’সহ ভারতের প্রায় সব ইন্ডাস্ট্রিতে কাজ করেছেন চালাপতি। তার ছেলে রবি বাবু টলিউডে অভিনেতা, চলচ্চিত্র নির্মাতা এবং প্রযোজক।
গুণী অভিনেতা চালাপতির মৃত্যুতে তেলেগু সিনেমা ইন্ডাস্ট্রিতে শোকের ছায়া নেমে এসেছে। শোক জানিয়েছেন ভারতের নামিদামি তারকারা। অনেকে তাকে বর্তমান প্রজন্মের ‘সেরা এবং সাহসী’ অভিনেতা বলে অভিহিত করেছেন।সূত্র : দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস
প্যা/ভ/ম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2025 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত