ছয় দিনে বাংলাদেশ দেখা শেষ হ‌লো ১১টি দেশের ১৩ গণমাধ্যমকর্মীর

Passenger Voice    |    ১১:৪২ এএম, ২০২২-১২-২২


ছয় দিনে বাংলাদেশ দেখা শেষ হ‌লো ১১টি দেশের ১৩ গণমাধ্যমকর্মীর

ছয় দিনব্যাপী ‘ভিজিট বাংলাদেশ-২০২২’ শেষ করেছে ১১টি দেশের ১৩ জন গণমাধ্যমকর্মী। তারা বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য, শিল্প-সংস্কৃতি, আর্থ-সামাজিক উন্নয়ন সম্পর্কে জানতে দেশের বিভিন্ন স্থান পরিদর্শন করেন। বুধবার (২১ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, প্রতিনিধিদল গত বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) ছয় দিনব্যাপী ভিজিট বাংলাদেশ শুরু করে। শুরুতে তারা পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। ওই দিন তারা ধানমন্ডিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতিবিজড়িত বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শন করেন। জাদুঘরের গাইড তাদের জাতির পিতার স্মৃতি বিজড়িত বিভিন্ন বিষয় অবহিত করেন।

পরে তারা ঢাকা বিশ্ববিদ্যালয় এবং কেন্দ্রীয় শহীদ মিনার পরিদর্শন করেন। এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আক্তারুজ্জামান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস-ঐতিহ্য, মহান ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধে বিশ্ববিদ্যালয়ের ভূমিকা সম্পর্কে তাদের অবহিত করেন। একই দিন রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন কর্তৃক আয়োজিত নৈশভোজে অংশ নেন।

পরদিন ১৬ ডিসেম্বর তারা জাতীয় প্যারেড গ্রাউন্ডে বিজয় দিবসের কুচকাওয়াজ দেখেন। কুচকাওয়াজ পরিদর্শন শেষে তাদের মুক্তিযুদ্ধ জাদুঘরে নিয়ে যাওয়া হয়। তারা মুক্তিযুদ্ধের বিভিন্ন দলিল ও আলোকচিত্র পরিদর্শন করেন।

১৭ ডিসেম্বর পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনকূটনীতি অনুবিভাগের মহাপরিচালক তৌফিক হাসানের নেতৃত্বে বিদেশি অতিথিরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে পুষ্পস্তবক প্রদানের মাধ্যমে জাতির পিতার প্রতি শ্রদ্ধা প্রদর্শন করেন এবং সমাধিসৌধ ও জাদুঘর পরিদর্শন করেন। ওই দিন তারা পদ্মা সেতু পরিদর্শন করে।

১৮ ডিসেম্বর প্রতিনিধিদল কক্সবাজার জেলার উখিয়া রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন এবং শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের সঙ্গে মতবিনিময় করেন। শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার রোহিঙ্গা শরণার্থীদের বিষয়ে তাদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। একই দিন এই তারা বিশ্বের দীর্ঘতম সমুদ্রসৈকত পরিদর্শনে যান।

১৯ ডিসেম্বর প্রতিনিধিদল সচিবালয়ে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদের সঙ্গে বৈঠক করেন। ২০ ডিসেম্বর তারা বাংলাদেশের শিল্প-কারখানার কার্যক্রম সরেজমিনে দেখার জন্য গাজীপুরের বেক্সিমকো শিল্প পার্ক পরিদর্শন করেন । তারা পার্কের সুতা-বস্ত্র ও সিরামিক প্ল্যান্টসমূহ পরিদর্শন করেন। গতকাল মঙ্গলবার (২০ ডিসেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় নৈশভোজের মাধ্যমে ভিজিট বাংলাদেশ ২০২২-এর সমাপ্তি হয়।

প্রসঙ্গত, প্রতিনিধিদলে ছিলেন আলজেরিয়া, বাহরাইন, বুলগেরিয়া, কম্বোডিয়া, চীন, ওমান, রোমানিয়া, পোল্যান্ড, পর্তুগাল, স্পেন ও ভিয়েতনামের ১৩ জন গণমাধ‌্যমকর্মী।

প্যা/ভ/ম