বিমানবন্দরে লাগেজ থেকে জীবন্ত বিড়াল উদ্ধার

Passenger Voice    |    ০৫:১১ পিএম, ২০২২-১১-২৬


বিমানবন্দরে লাগেজ থেকে জীবন্ত বিড়াল উদ্ধার

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরের বিমানবন্দরের নিরাপত্তাকর্মীরা সম্প্রতি একজন যাত্রীর লাগেজের মধ্যে থাকা একটি অস্বাভাবিক জিনিস আবিষ্কার করে হতবাক হয়েছেন। জন এফ কেনেডি (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজটি এক্স-রে মেশিনের মধ্য দিয়ে যাওয়ার পর একজন নিরাপত্তাকর্মী সেটি থেকে একটি জীবন্ত বিড়াল আবিষ্কার করেন।

মার্কিন পরিবহন নিরাপত্তা প্রশাসন (টিএসএ) তাদের টুইটারে এ ঘটনার কিছু ছবি পোস্ট করে অনুসন্ধানটিকে 'ঐতিহাসিক' বলে অভিহিত করেছে।

যাত্রীর অজান্তেই বিড়ালটি লাগেজের ভেতর চলে গিয়েছিল এবং যাত্রী লাগেজের চেইন আটকে দিয়েছিল বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

কর্মকর্তারা জানান, পরে সেই যাত্রী লাগেজটি নিয়ে বিমানবন্দরে চেক ইন করেন। তবে সৌভাগ্যবশত, এক্স-রে মেশিনে বিড়ালটি দেখার সঙ্গে সঙ্গে লাগেজটি খুলে দেওয়া হয় এবং তাকে উদ্ধার করা হয়।

টিএসএ মুখপাত্র লিসা ফার্বস্টেইন আলাদাভাবে টুইট করে জানিয়েছেন, এক্স-রে মেশিনের মধ্য দিয়ে যাওয়ার পর একটি লাগেজে বিড়াল খুঁজে পেয়ে হতবাক হয়েছেন তারা। তবে ভ্রমণকারী বলেছেন যে বিড়ালটি তাঁর পরিবারের অন্য কারোর। বিড়ালটি ব্যাগ থেকে বেরিয়ে নিরাপদে বাড়ি ফিরেছে বলেও জানিয়েছেন তিনি। সূত্র : এনডিটিভি’

প্যা/ভ/ম