শিরোনাম
Entertainment desk | ০৩:৪৮ পিএম, ২০২২-১১-২৬
সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচিত-সমালোচিত আশরাফুল আলম ওরফে হিরো আলম। ক্যারিয়ারে অভিনয়, গান, প্রযোজনা, স্টেজ শো, আবৃত্তিসহ অনেক কিছুই করেছেন তিনি। হয়েছেন সমালোচিতও। তবুও থেমে থাকেননি হিরো আলম। ছুটেছেন আপন গতিতে।
হিরো আলমের নাম এখন শুধু দেশেই নয়, দেশের বাইরেও বেশ পরিচিত। তাকে নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমগুলোও লিখেছে এবং কথা বলেছে। এবার তাকে ‘সেরা পুরুষ’র সম্মাননা দিলো কলকাতা। গত ১৯ নভেম্বর ‘আন্তর্জাতিক পুরুষ দিবস’ উপলক্ষে তাকে সম্মাননা দেন পুরুষ অধিকার কর্মীরা।
তাদের একজন সদস্য সৈকত ভট্টাচার্য বলেন, ‘প্রথাগত সৌন্দর্যের ধারণার বাইরে গিয়েও যে হিরো হওয়া যায় তা তিনি দেখিয়ে দিয়েছেন। সেই আসল পুরুষ, সেই আসল বিপ্লবী।’
এদিকে ‘সেরা পুরুষ’র সম্মাননা পেয়ে দারুণ খুশি হিরো আলম। তার ভাষ্য, ‘ওপার বাংলায় এমন একটি সম্মাননা পেয়ে বেশ ভালো লাগছে। দর্শকদের ভালোবাসার কারণেই আমি এতদূর আসতে পেরেছি। আপনারা যেভাবে আমাকে সাপোর্ট দিয়েছেন, ভবিষ্যতেও সেভাবেই পাশে থাকবেন।’
প্যা.ভ/ত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2025 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত