শিরোনাম
Passenger Voice | ১১:১৯ এএম, ২০২২-১১-২৩
একের পর এক হিট ছবি দিয়ে সিনেমাপাড়া দাপিয়ে বেড়াচ্ছেন শরিফুল রাজ। অন্যদিকে পুত্র রাজ্যকে নিয়ে মন দিয়ে সংসার করছেন তার স্ত্রী চিত্রনায়িকা পরীমণি। এরই মধ্যে শুরু হয়েছে কাতার বিশ্বকাপ, অন্য সবার মতো ফুটবলের বড় আসরের উন্মাদনায় মেতেছেন এই তারকা দম্পতি।
ব্রাজিল, আর্জেন্টিনাসহ বিভিন্ন দেশের পতাকা আর জার্সিতে নিজেদের রাঙিয়ে তোলেন এ দেশের সমর্থকরা। আর সেই দলে আছেন রাজ-পরীও। 'পরাণ'খ্যাত এ নায়কের পছন্দের দল ব্রাজিল হওয়া সত্ত্বেও স্ত্রী পরীমণিকে খুশি করতে আর্জেন্টিনার জার্সি পরেছেন তিনি। আর তা নিজের ফেসবুকে পোস্ট করে জানিয়েছেন পরী।
মঙ্গলবার (২২ নভেম্বর) ফেসবুকে রাজ ও রাজ্যের একটি ছবি শেয়ার করে পরী লেখেন, 'উনি ব্রাজিল সাপোর্টার মানে ঘোর ব্রাজিল যাকে বলে। কিন্তু সে আজ আমার দুঃখ কমাতে আর্জেন্টিনা পরে ফেলছে! কেমনডা লাগে্......।'
এদিকে সৌদি আরবের কাছে হার দিয়ে কাতার বিশ্বকাপের সূচনা করলো আর্জেন্টাইনরা। এ নিয়ে চলছে আলোচনা-সমালোচনার ঝড়। সামাজিক যোগাযোগ মাধ্যমে টিপ্পনির শিকার হচ্ছেন মেসিদের অনেক সমর্থকরা।
প্যা/ভ/ম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2025 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত