শিরোনাম
Passenger Voice | ০২:৪৯ পিএম, ২০২২-১১-১৫
এইচবিওর বহুল আলোচিত সিরিজ ‘ইউফোরিয়া’ দিয়ে খ্যাতি পেয়েছেন মার্কিন অভিনেত্রী সিডনি সুইনি। প্রশংসার সঙ্গে এমিজয়ী সিরিজটির জন্য সমালোচিতও হয়েছেন তিনি। বিশেষ করে সিরিজটিতে বেশ কয়েকটি নগ্ন দৃশ্যে অভিনয় করা নিয়ে নানা সময় প্রশ্নের মুখে পড়তে হয়েছে তাঁকে। এবার সিডনি সুইনি মুখ খুললেন প্রসঙ্গটি নিয়ে।
সিরিজটিতে সিডনি সুইনি অভিনীত নগ্ন দৃশ্যগুলোর স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যমে অভিনেত্রীকে ট্যাগ করে পোস্ট করেছেন অনেকে। কেউ আবার ট্যাগ করেছেন অভিনেত্রীর পরিবারের সদস্যদের, যা নিয়ে খুবই ত্যক্ত–বিরক্ত তিনি।
সম্প্রতি জিকিউ সাময়িকীতে দেওয়া এক সাক্ষাৎকারে সিডনি সুইনি বলেন, ‘আমার পরিবারকে এসব ট্যাগ করার মানে কী! তারা তো এসব দেখতে চায়নি। এটা পুরোপুরি বাজে ও অন্যায্য একটা ব্যাপার হয়েছে।’
সিরিজে সিডনি সুইনি অভিনীত চরিত্রটিকে স্কুলে কেবলই যৌনতার নিরিখে বিচার করা হয়। বাস্তবে তাঁর ছবির স্ক্রিনশট প্রকাশ করে দর্শকেরা একই কাণ্ড করছেন বলে মনে করেন অভিনেত্রী।
সিরিজটিতে অভিনয়ের পর নেট দুনিয়ায় বিদ্রূপের শিকার হতে হয়েছে সিডনি সুইনিকে। তবে যা–ই হোক, ভবিষ্যতে এ ধরনের দৃশ্যে অভিনয় করা বন্ধ করবেন না তিনি। সিডনি বলেন, ‘এটা তো অদ্ভুত একটা কথা। আমি একজন অভিনয়শিল্পী, যাকে নানা ধরনের চরিত্রে অভিনয় করতে হয়।’
সিডনি সুইনি জানেন, তিনি যত ভালোই অভিনয় করেন না কেন মানুষ কেবল তাঁর শরীর নিয়েই বলে। এ জন্য কৈশোর থেকেই চেষ্টা করেছেন এমন কিছু করতে, যাতে মানুষ তাঁর কাজ নিয়েই কেবল কথা বলে। সিডনি বলেন, ‘আমি স্কুলে যত বেশি সম্ভব খেলায় অংশ নিতাম, পড়াশোনায় মনোযোগ দিতাম, যাতে মানুষ ভাবতে না পারে আমি শরীরসর্বস্ব।’
প্যা.ভ/ম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2025 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত