শিরোনাম
Passenger Voice | ১২:৪২ পিএম, ২০২২-১১-১৪
নতুন বছরের শুরুতে কলকাতায় লাইভ শো করতে আসবেন অরিজিৎ। এখন থেকেই শো ঘিরে হইচই। টিকিটের জন্য হাহাকার। সর্বনিম্ন ব্রোঞ্জ, তারপর সিলভার, তারপর গোল্ড, প্ল্যাটিনাম ও সর্বোচ্চ ডায়মন্ড আসনে বসে শো দেখতে পাবেন দর্শক। তবে টিকিটের দাম শুনে ভিরমি খাচ্ছেন গায়কের ভক্তরা।
প্রায় তিন বছর পর কলকাতায় শো করতে আসবেন অরিজিৎ সিং। বলিউডের প্রথম সারির গায়ক তিনি। মুর্শিদাবাদের জিয়াগঞ্জ থেকে বলিউডে স্বপ্নের মতো যাত্রা তার। অরিজিতের শো ঘিরে তাই বাড়তি উন্মাদনা কলকাতাবাসীর।
আগামী বছর ১৮ ফেব্রুয়ারি নিজভূম কলকাতায় লাইভ শো করতে আসবেন অরিজিৎ। এক অনলাইন সংস্থায় কাটা যাচ্ছে অরিজিতের শোয়ের টিকিট। সেখানেই উপচে পড়া ভিড় তার অনুরাগীদের। যদিও টিকিটের মূল্য দেখে চোখ কপালে অনেকেরই।
ইকো পার্কের মতো খালি জায়গা বড় করে স্টেজ করে শো-এর ব্যবস্থা করা হবে। শহর ভাসবে অরিজিতের গানে। ওই শোতে পাঁচ ভাগে ভাগ করা হয়েছে আসনগুলো। সর্বনিম্ন ব্রোঞ্জ, তারপর সিলভার, তারপর গোল্ড, প্ল্যাটিনাম ও সর্বোচ্চ ডায়মন্ড। ব্রোঞ্জের মূল্য ২৫০০ টাকা। ডায়মন্ড আসনগুলোর মূল্য ৫০,০০০ হাজার টাকা পর্যন্ত। এখন থেকেই টিকিট কেনার জন্য হুমড়ি খেয়ে পড়ছেন ভক্তরা।
‘পেটিএম ইনসাইডার’ নামক পেজ থেকে যা জানা যাচ্ছে ডায়মন্ড আসনগুলোতে যারা টিকিট কাটবেন তারা মূল স্টেজের সামনে বসে কনসার্ট দেখার সুযোগ পাবেন। সঙ্গে পাবেন খাবার ও পানীয়ের ব্যবস্থা। থাকছে বিনামূল্যে গাড়ি পার্কিংয়ের সুবিধা। অন্যদিকে ব্রোঞ্জ টিকিট একেবারে পেছনের দিকে।
প্যা.ভ/ম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2025 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত