শিরোনাম
Passenger Voice | ০২:৪৪ পিএম, ২০২২-১১-১৩
ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমণি আবারও বেশ ক’দিন ধরে আলোচনায়। তবে নতুন কোনো সিনেমা নিয়ে নয়; তিনি খবরের শিরোনাম হয়েছেন স্বামী শরিফুল রাজের সম্পর্ক নিয়ে ফেসবুকে ঝাঁঝালো মন্তব্য করে। সম্প্রতি নায়িকা বিদ্যা সিনহা মিমের সাথে স্বামী শরীফুল রাজের সম্পর্ক নিয়ে একাধিক পোস্ট শেয়ার করেন পরী। সেখানে মীম এবং পরিচালক রায়হান রাফিকে ইঙ্গিতে খোঁচাও দেন। তবে এই ঘটনায় চুপ ছিলেন পরীর স্বামী শরিফুল রাজ। অবশেষে মুখ খুলেছেন তিনিও। দিয়েছেন তার বিরুদ্ধে আনা অভিযোগের জবাব।
একটি জাতীয় দৈনিককে রাজ জানিয়েছেন, মিমের সঙ্গে আমার প্রেমের সম্পর্কের কথা সামনে এনেছেন পরীমণি। কিন্তু এমন অভিযোগ কেন আনল জানি না। আমি রীতিমতো শকড। আমার বিরুদ্ধে পরীর আনীত সব অভিযোগ মিথ্যা।
রাজ বলেন, আমি আমার যেকোনো কাজের প্রতিই যত্নশীল। সংসারের প্রতি তো আরও যত্নশীল। সংসার, স্ত্রী, সন্তান ফেলে অন্য সম্পর্কে জড়াব, এমন অনৈতিক কথা ভাবতেই পারি না
তিনি বলেন, পরী কেন ওইসব স্ট্যাটাস দিয়েছে তা পরীই বলতে পারবে। তাকেই প্রশ্ন করুন। আমার বিশ্বাস সেই সব ক্লিয়ার করবে। সব অভিযোগই মিথ্যা। বিন্দুমাত্রও সত্যি নেই। আমার কথা হলো- যে যাই বলুক, যে কারণেই বলুক, আমি এসব নিয়ে মোটেও বিচলিত নই। কারণ মিথ্যা কখনো স্থায়ী হয় না।
সংসার ভাঙার বিষয়ে রাজ বলেন, এমন কোনো ঘটনা ঘটেনি যে, হুট করে সংসার ভেঙে যাবে। আমরা ভালোবেসে বিয়ে করেছি। পরীকে আমি অনেক ভালোবাসি এবং ভালোবেসে যাব। আমাদের একটি আদরের সন্তানও আছে। তাই আমি বলব, পরী যদি নিজের অজান্তে কোনো ভুল বুঝে থাকে তবে সে তার সুচিন্তা দিয়ে সবকিছু স্বাভাবিক করবে ও সামলে নেবে।
প্রসঙ্গত, গত ৯ নভেম্বর গভীর রাতে স্বামী শরিফুল রাজের সঙ্গে চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিমকে জড়িয়ে স্ট্যাটাস দেন পরীমণি। একই স্ট্যাটাসে পরিচালক রাফিকে ‘দালাল’ বলে আখ্যায়িত করেন এবং মিমকে নিজের স্বামী নিয়ে সন্তুষ্ট থাকতে বলেন তিনি।
পরীমণির এমন স্ট্যাটাসের কয়েক ঘণ্টা পর মিম তার ভেরিফায়েড ফেসবুক পেইজে একটি পোস্ট করেন। সেখানে তিনি কারও নাম উল্লেখ না করলেও নিজের অবস্থান পরিষ্কার করেন। পরে পরীমণি মিমকে নিয়ে আরেকটি স্ট্যাটাস দেন। সেই স্ট্যাটাসে মিমের সঙ্গে তার কথপোকথনের স্ক্রিনশটও জুড়ে দেন।
প্যা.ভ/ম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2025 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত