‘হ্যাপি হ্যাপি ছবি’তে একসঙ্গে রাজ-পরী

Passenger Voice    |    ১১:৫৬ এএম, ২০২২-১১-১৩


‘হ্যাপি হ্যাপি ছবি’তে একসঙ্গে রাজ-পরী

বৃহস্পতিবার (১০ নভেম্বর) হঠাৎ করে ফেসবুক স্ট্যাটাসে নিজের স্বামী শরিফুল রাজ ও বিদ্যা সিনহা মিমের মধ্যে বিয়েবহির্ভূত সম্পর্কের ইঙ্গিত দেন আলোচিত চিত্রনায়িকা পরীমণি। ওই সম্পর্কের ‘মধ্যস্থতাকারী’ ধরে নিয়ে পরিচালক রায়হান রাফিকে ‘দালাল’ হিসেবে অ্যাখা দেন তিনি।

এমনি একটি অস্বাভাবিক পরিস্থিতির মধ্যেই একসঙ্গে এক ফ্রেমে ধরা দিলেন রাজ-পরী। শুক্রবার মধ্যরাতে তাদের একমাত্র সন্তান শাহীম মুহাম্মদ রাজ্যের জন্মের তিন মাস একসঙ্গে উদযাপন করেন তারা।

সেই উদযাপনের একটি ছবি ফেসবুকে পোস্ট করেছেন পরীমণি। যেখানে সন্তানকে আদর করতে দেখা যাচ্ছে তাকে। ছবিটি রাজের তোলা জানিয়ে ক্যাপশনে তিনি লেখেন, ‘আমাদের ছেলের তিন মাস হয়ে গেল আলহামদুলিল্লাহ।’

ওই ছবিতে অবশ্য রাজ ছিলেন না। তবে অভিনেত্রী ফারিণ খানের পোস্ট করা ছবি ও ভিডিওতে একসঙ্গে দেখা গেছে তাদের।

তিন সেকেন্ডের সেই ভিডিওর ব্যাকগ্রাউন্ড-এ একজনকে বলতে শোনা গেছে ‘হ্যাপি হ্যাপি ছবি।’

উল্লেখ্য, গত বছরের ১৭ অক্টোবর গোপনে বিয়ে করেন ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমণি ও অভিনেতা শরিফুল রাজ। মাত্র সাতদিনের পরিচয়ে তারা বিয়ে করেছিলেন। চলতি বছরের ১০ জানুয়ারি সেই খবর প্রকাশ্যে আনেন তারা। একই দিন সন্তানধারণের বার্তাটিও দেন এ দম্পতি। এরপর ২২ জানুয়ারি পারিবারিক আয়োজনে বিয়ে সারেন। গত ১০ আগস্ট তাদের ঘর আলো করে এসেছে পুত্রসন্তান শাহীম মুহাম্মদ রাজ্য।


প্যা.ভ/ম