শিরোনাম
Entertainment desk | ০২:১৮ পিএম, ২০২২-১১-০৭
২০১৮ সালে ফেসবুক লাইভে জাতীয় দলের ক্রিকেটার নাসির হোসেনকে নিয়ে মন্তব্য করে আলোচনায় উঠে আসেন মডেল অভিনেত্রী শাহ হুমায়রা সুবাহ। সেসময় তিনি ‘নাসিরের গার্লফ্রেন্ড’ বলেও দাবি করেন। এরপর গত বছর গায়ক ইলিয়াস হোসাইনকে বিয়ে করে ছিলেন আলোচনা-সমালোচনার তুঙ্গে। যদিও অল্প কদিনেই ভেঙে যায় তাদের সংসার।
সম্প্রতি ফেসবুকে দুটি ছবি পোস্ট করেন ইলিয়াস। সেখানে একসঙ্গে দেখা মেলে নাসির ও ইলিয়াসকে। দুজনেই হাসিমুখে ক্যামেরা সামনে দাঁড়ানো। আর ক্যাপশনে লিখেছেন, ‘পুরোনো বন্ধু।’
যা দেখে রীতিমতো তেলেবেগুনে জ্বলে উঠেছেন সদ্য মুক্তি পাওয়া ‘বসন্ত বিকেল’ সিনেমার নায়িকা সুবাহ। তার ভাষ্য, ‘নাসির আর ইলিয়াস দুজনে পুরোনো বন্ধু। আমাকে ফাঁসানোর জন্য তারা এত কিছু করেছে।’
সুবহা আরও বলেন, ‘ছবিটি দেখে আমি বেশ অবাক হয়েছি। যেহেতু তাদের (নাসির-ইলিয়াস) সঙ্গে আমার কোনো যোগাযোগ নেই, তাই তারা ছবি দিল নাকি ভিডিও দিল, তাতে আমার কিছু যায়-আসে না। তবে তারা দুজন বন্ধু, এটি আগে জানতাম না।’
প্যা.ভ/ত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2025 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত