সিলেট জেলা বিএনপি নেতা কামাল দুর্বৃত্তের ছুরিকাঘাতে নিহত

Passenger Voice    |    ১১:০০ পিএম, ২০২২-১১-০৬


সিলেট জেলা বিএনপি নেতা কামাল দুর্বৃত্তের ছুরিকাঘাতে নিহত

নিজস্ব প্রতিদেবক ।।

সিলেট জেলা বিএনপি নেতা কামাল (৪২)কে ছুরিকাঘাতে খুন করেছে দুর্বৃত্তরা। রোববার (০৬ নভেম্বর) রাত টার দিকে সিলেট এয়ারপোর্ট সড়কের খাসদবির এলাকায় ঘটনা ঘটেছে। তিনি সিলেট জেলা বিএনপির সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক সিলেট আইন কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস ছিলেন।

নিহত কামাল (৪২) সিলেট সদর উপজেলার জালালাবাদ থানাধীন আলীনগর পালপুরের মৃত বাদশা মিয়ার ছেলে।  সিলেট মহানগর পুলিশের এয়ারপোর্ট থানার ওসি খান মোহাম্মদ মাইনুল জাকির তথ্য নিশ্চিত করে বলেন, কামাল নিজের প্রাইভেককারে চালানো অবস্থায় তাকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। পূর্ব বিরোধের জের ধরে তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

পিভি/জেএম/ডেস্ক