মধ্যরাতে গাড়িতে হামলা, অক্ষত আছেন অপরাজিতা আঢ্য

Passenger Voice    |    ০১:০২ পিএম, ২০২২-১১-০৬


মধ্যরাতে গাড়িতে হামলা, অক্ষত আছেন অপরাজিতা আঢ্য

ওপার বাংলার টলিপাড়ার জনপ্রিয় অভিনেত্রী অপরাজিতা আঢ্য। সিনেমা থেকে সিরিয়াল সবখানেই তার সরব পদচারণা। ভারতীয় বাংলা বাণিজ্যিক সিনেমা, আর্ট ফিল্ম অথবা সিরিয়ালে সবার প্রিয়মুখ তিনি। শুধু পশ্চিম বাংলায় নয়, বাংলাদেশেও তার ভক্তের অভাব নেই। এবার এই অপরাজিতার উপরই হল ইট-পাটকেল নিক্ষেপ।

বৃহস্পতিবার রাতে (৩ নভেম্বর) নতুন সিনেমার প্রচারের কাজ শেষে গিয়েছিলেন নতুন সিরিয়াল লক্ষ্মী কাকিমার শ্যুটিং করতে। শ্যুটিং শেষ হতে ১২টা বেজে গিয়েছিল। আর ঠিক এমন সময় তার গাড়ি লক্ষ্য করে শুরু হয় এলোপাতাড়ি ইটপাটকেল নিক্ষেপ। ভাগ্যক্রমে তখন গাড়িতে ছিলেন না তিনি।

হামলায় তার গাড়িটি দারুণভাবে ক্ষতিগ্রস্ত হয়। তবে সুখবর হল, অক্ষত আছেন অপরাজিতা। অপরাজিতা ভাইয়ের ফোনকল পেয়ে স্টুডিও থেকে বের হয়ে এই ঘটনা প্রত্যক্ষ করেন বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম এবিপি আনন্দ।

ঘটনার বর্ণনায় অপরাজিতা জানান, ‘স্টুডিওর সামনেই রাখা ছিল আমার গাড়িটা। দাদার ফোন আসায় আমি সেট ছেড়ে স্টুডিও থেকে বেরিয়ে মেকআপ রুমে চলে গিয়েছিলাম। বাকি সবাই তখন শটে ছিল। ওই সময় কেউ স্টুডিওর সামনে থাকলে বড়সড় ক্ষতি হতে পারত।’

তিনি আরও বলেন, আমার গাড়িটা কেবল সামনে ছিল। আর তাই ওটাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। কাঁচ ভেঙেছে, দুমড়ে মুচড়ে গেছে কিছুটা অংশ। গাড়িতে আমি থাকলে ইটটা আমার মুখে এসে লাগত।

 

 

 

প্যা.ভ/ম