শিরোনাম
Entertainment desk | ০৩:৫৫ পিএম, ২০২২-১১-০৪
ঢেউ খেলানো পাহাড়, ঝর্ণা, নদী, সবুজ অরণ্য আর ক্ষুদ্র নৃগোষ্ঠীর বিচিত্র সাংস্কৃতিক ঐতিহ্যে ঘেরা অপরূপা বান্দরবানের টাইগার পাহাড়ের চূড়ায় অবস্থিত অপরূপ পর্যটন কেন্দ্র নীলাচলে ধারণ করা ‘ইত্যাদি’র একটি বিশেষ পর্ব পুনঃপ্রচার হবে আজ শুক্রবার রাত ৮টার বাংলা সংবাদের পর।
পার্বত্য জনগোষ্ঠী অধ্যুষিত প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি বান্দরবানের ঐতিহ্যের সঙ্গে সাদৃশ্য রেখে নির্মাণ করা আলোকিত মঞ্চের সামনে হাজার হাজার দর্শকের উপস্থিতিতে ধারণ করা হয়েছিল ‘ইত্যাদি’র এই পর্বটি।
দীর্ঘদিন রোগে ভোগার পর প্রয়াত বরেণ্য অভিনেতা এটিএম শামসুজ্জামান ‘ইত্যাদি’র এই পর্বের একটি নাট্যাংশের জন্য শেষবার টিভি ক্যামেরার সামনে আসেন। তার সঙ্গে ছিলেন আরেকজন বর্ষীয়ান অভিনেতা মাসুদ আলী খান।
যদিও শুটিংয়ের কয়েকদিন পরই এটিএম শামসুজ্জামান আবারও অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন এবং দীর্ঘদিন চিকিৎসাধীন থাকা অবস্থায় নিজ বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ‘ইত্যাদি’তে প্রচারিত এই নাট্যাংশটিই ছিল এটিএম শামসুজ্জামানের জীবনের শেষ অভিনয়।
বিষয় বৈচিত্রে ভরপুর ইত্যাদির এই পর্বে রয়েছে বেশ কয়েকটি হৃদয়ছোঁয়া প্রতিবেদন। বান্দরবানের ইতিহাস, ঐতিহ্যর পাশাপাশি এবার রয়েছে প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত, দর্শনীয় ও পর্যটকদের জন্য আকর্ষণীয় স্থানগুলোর উপর তথ্য ভিত্তিক প্রতিবেদন।
এছাড়া রয়েছে পার্বত্য এলাকার ক্ষুদ্র নৃগোষ্ঠী চঞ্চল কান্তি চাকমার ব্যক্তি উদ্যোগে বয়স্ক ভাতা চালুর উপর একটি প্রতিবেদন। বাগেরহাট জেলার মোড়লগঞ্জ থানার বীরেন্দ্রনাথের মাতৃভক্তির উপর রয়েছে একটি মানবিক প্রতিবেদন। যা ব্যাপকভাবে প্রশংসিত হয়েছিল।
পৃথিবীর কয়েকটি গুরুত্বপূর্ণ সমুদ্র সৈকতের পরিবেশের উপর রয়েছে একটি সচেতনতামূলক প্রতিবেদন। এবারের বিদেশি প্রতিবেদনে রয়েছে ভারতের তামিলনাড়ু রাজ্যের ‘পাথর নগরী’ হিসেবে খ্যাত মামাল্লাপুরামের কিছু স্মৃতিস্তম্ভের উপর সচিত্র প্রতিবেদন।
এবারের ‘ইত্যাদি’তে বাংলা ও মারমা গানের দুজন প্রতিষ্ঠিত শিল্পী আঁখি আলমগীর এবং মান মান সিংয়ের কণ্ঠে রয়েছে একটি অনুরাগের গান। গানটি লিখেছেন প্রখ্যাত গীতিকার মোহাম্মদ রফিকউজ্জামান, সুর করেছেন হানিফ সংকেত, সংগীতায়োজন করেছেন মেহেদি।
এছাড়া বান্দরবানের সবুজ-শ্যামল রূপ বৈচিত্র নিয়ে আরও একটি গানের সঙ্গে নৃত্য পরিবেশন করেছেন বান্দরবানের ১১টি নৃগোষ্ঠী ও বাঙালি শিল্পীদের সমন্বয়ে শতাধিক নৃত্যশিল্পী। অনুষ্ঠানে মামা-ভাগ্নে, নানী-নাতি, চিঠিপত্র, দর্শক পর্বসহ বিভিন্ন সামাজিক অসংগতি ও সমসাময়িক ঘটনা নিয়ে রয়েছে বেশ কয়েকটি বিদ্রুপাত্মক নাট্যাংশ।
বরাবরই ইত্যাদি রচনা, পরিচালনা ও উপস্থাপনা করে থাকেন হানিফ সংকেত। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না। ‘ইত্যাদি’র এই পর্বটি একযোগে পুনঃপ্রচার হবে বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে। যথারীতি এবারও ‘ইত্যাদি’ স্পন্সর করেছে কেয়া কসমেটিকস লিমিটেড।
প্যা.ভ/ত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2025 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত