চট্টগ্রামের শিবির নেতা ঢাকায় গ্রেফতার

Passenger Voice    |    ০৩:৫০ পিএম, ২০২২-১১-০২


চট্টগ্রামের শিবির নেতা ঢাকায় গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক ।। অর্থ আত্মসাৎ মামলাসহ ১১ মামলার আসামী চট্টগ্রাম মহানগর শিবির নেতা সাইফুল আলম (৪০)কে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাজধানীর  রামপুরার বনশ্রী এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ছাড়াও ৬ মামলায় সাজা এবং ৫ মামলায় গ্রেফতারি পরোয়ানা রয়েছে। সাইফুল চট্টগ্রাম মহানগর শিবিরের সাবেক প্রচার সম্পাদক ও কোতোয়ালী থানা ছাত্রশিবিরের সাবেক সভাপতি ছিলেন। সাইফুল আলম (৪০) চট্টগ্রামের কোতোয়ালীর নন্দনকানন এলাকার খাইরুল আলমের ছেলে।

কোতোয়ালী থানার ওসি জাহিদুল কবির বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘দীর্ঘদিন পালিয়ে থাকা চট্টগ্রাম মহানগর শিবির নেতা ও এনএটিই কোম্পানির এমডিকে গ্রেপ্তার করা হয়েছে। তারা দু’জনই সাজাপ্রাপ্ত আসামি। কোটি টাকা আত্মসাৎ করে আত্মগোপনে ছিলেন তারা। তাদের দু’জনের বিরুদ্ধে ১৭টি মামলা রয়েছে।’

পুলিশ সুত্র জানায়, কোতোয়ালী থানা ছাত্রশিবিরের সাবেক সভাপতি ছিলেন মো.সাইফুল আলম। পরে তিনি চট্টগ্রাম মহানগর ছাত্রশিবিরের প্রচার সম্পাদক ছিলেন। নন্দনকানন এলাকায় গ্লাসের ব্যবসা করার সময় বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও লোকজনের কাছ থেকে কোটি টাকা ঋণ নেন তিনি। টাকা পরিশোধ করতে না পেরে চট্টগ্রাম থেকে ঢাকায় পালিয়ে যান। ঢাকায় রামপুরার নিবরাস মাদ্রাসায় প্রশাসনিক কর্মকর্তা হিসাবে কর্মরত ছিলেন তিনি।

এদিকে ঢাকা থেকে অর্থ আত্মসাৎ মামলায় মো. আনোয়ার হোসেন (৪৫) নামে আরও এক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।  তিনি এনএটিই গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি)। চট্টগ্রামে ব্যবসা করার সময় বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান থেকে প্রায় কোটি টাকা মেরে ঢাকায় আত্মগোপনে ছিলেন তিনি। আনোয়ার হোসেন ফেনীর সদর থানা এলাকার লতিফ ব্যাপারীর বাড়ির মৃত আফজলের রহমানের ছেলে।

থানা সূত্রে জানা গেছে, নগরীর আন্দরকিল্লায় আনোয়ার হোসেনের বইয়ের দোকান ছিল। পাশাপাশি তিনি বিভিন্ন বইয়ের প্রকাশনার কাজ করতেন। প্রকাশনার কাজ করার সময় বিভিন্ন ব্যবসায়ীদের থেকে প্রায় দেড় কোটি টাকা আত্মসাৎ করেন। পরে তার বিরুদ্ধে মামলা হলে তিনি চট্টগ্রাম থেকে পালিয়ে ঢাকায় আত্মগোপন করে পুরান পল্টন লেনের এনএটিই গ্রুপের এমডি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

পিভি/জেএম/ডেস্ক