শিরোনাম
Passenger Voice | ১১:২৭ এএম, ২০২২-১০-৩০
বিচ্ছেদের প্রায় পাঁচ বছর পর সাবেক স্বামী পারভেজ সানজারির সঙ্গে আপস করলেন জনপ্রিয় পপ গায়িকা মিলা। সানজারির কাছে দেনমোহর ও খোরপোষ চেয়ে করা মামলাটি প্রত্যাহার করে নিয়েছেন তিনি।
গত বৃহস্পতিবার (২৭ অক্টোবর) ঢাকার পারিবারিক আদালতে মামলার প্রত্যাহার চেয়ে আবেদন করেন মিলা। তার আবেদনের প্রেক্ষিতে ঢাকার দ্বিতীয় সিনিয়র সহকারী জজ ও পারিবারিক আদালতের বিচারক দুরদানা রহমান আবেদনটি মঞ্জুর করেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১৭ সালের ১২ মে সংগীতশিল্পী মিলা ও পাইলট পারভেজ সানজারি বিবাহবন্ধনে আবদ্ধ হন। ২৫ লাখ টাকা দেনমোহরে তাদের বিয়ে সম্পন্ন হয়। এ ছাড়া বিয়ের সময় মিলার বাবা-মা তাকে স্বর্ণের অলংকারসহ ৩০ লাখ টাকার আসবাবপত্র দেন।
কিন্তু বিয়ের কিছু দিনের মধ্যেই মিলা-সানজারির সম্পর্কে ফাটল ধরে। ১০ লাখ টাকা যৌতুক দাবি করে মিলার ওপর শারীরিক ও মানসিক নির্যাতন শুরু করেন সানজারি। দাম্পত্য কলহের জেরে ২০১৭ সালের ৫ অক্টোবর স্বামীর বিরুদ্ধে যৌতুক আইনে একটি মামলা করেন মিলা। ওই মামলায় সানজারি জামিন পাওয়ার পর ২০১৮ সালের ৩১ জানুয়ারি মিলাকে তালাক দেন।
প্যা.ভ/ম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2025 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত