শিরোনাম
Passenger Voice | ০১:৩৭ পিএম, ২০২২-১০-১৮
অভিনেত্রী বৈশালী ঠক্করের মৃত্যুর ঘটনায় এবার অভিযোগের তীর ঘুরেছে প্রতিবেশী রাহুল নাভলানির দিকে। হবু স্বামী অভিনন্দন সিংহ নন, সবকিছুর মূলে দায়ী রাহুল নাভলানি।
রোববার (১৬ অক্টোবর) বৈশালী ঠক্করের আত্মহত্যার খবর পেয়ে পুলিশ তার বাড়িতে ছুটে গেলে উদ্ধার করেন তার নিথর মরদেহ। এরপর সেখান থেকেই একটি ডায়েরির হদিস পায় তারা।
সে ডায়েরি পড়ে সব ধোঁয়াশা অনেকটাই পরিষ্কার হয়ে উঠে সবার কাছে। উদ্ধারকৃত সেই ডায়েরি পড়ে পুলিশ জানায়, নিয়মিতই ডায়েরি লেখার অভ্যাস ছিল বৈশালীর।
তা ছাড়া তার একটি সুইসাইড নোটও হাতে পেয়েছে, যা থেকে স্পষ্ট হয়ে উঠেছে অভিনেত্রীকে আত্মহত্যার প্ররোচনা দিয়েছে রাহুল এবং তার স্ত্রী দিশা। সোমবার ( ১৭ অক্টোবর) তাদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়।
অভিনন্দন সিংহের সঙ্গে বিয়ে ঠিক হওয়ার আগে তিনি প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন প্রতিবেশী রাহুল নাভলানির সঙ্গে। রাহুল বিবাহিত হওয়ার পরও বৈশালীর সঙ্গে সম্পর্কে জড়ায়। যার কারণে সে সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চেয়েছিলেন এই অভিনেত্রী।
কিন্তু তা চাননি রাহুল। বরং আপত্তিকর ছবি হবু বরকে দেখিয়ে বিয়ে ভেঙে দেন। রাহুলের স্ত্রী দিশা এ বিষয়ে সব জানা সত্ত্বেও বৈশালীর নামে সবার কাছে বাজে কথা ছড়াতে শুরু করে। এদিকে বৈশালীকেও অন্যত্র বিয়ে করতে দেবেন না, এমন জটিল পরিস্থিতিতে ঈশ্বরের কাছে বিচার চেয়ে নিজের জীবনপ্রদ্বীপ নিভিয়ে দেন এই প্রতিভাবান অভিনেত্রী।
এসব চাঞ্চল্যকর তথ্য বৈশালীর সুইসাইড নোট আর তার লেখা ডায়েরি থেকে জানতে পারে কর্তব্যরত পুলিশ। মৃত্যুর আগে বৈশালী রাহুল ও তার স্ত্রী দিশাকে মৃত্যুর জন্য দায়ী করে দেখেছেন বৈশালী ঠক্কর। তাদের শাস্তিতেই বৈশালীর আত্মা শান্তি পাবে এমন শেষ ইচ্ছা প্রকাশও করে গেছেন তিনি তার সুইসাইড নোটে।
সূত্র: আনন্দবাজার, হিন্দুস্তান টাইমস
প্যা.ভ/ম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2025 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত