শিরোনাম
Passenger Voice | ১২:২০ পিএম, ২০২২-১০-১২
চট্টগ্রাম বিভাগীয় সমাবেশে যাওয়ার পথে বিএনপির নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ উঠেছে। এসময় ৭টি গাড়ি ভাঙচুর এবং ১০ জন নেতাকর্মী আহত হয়েছেন।
বুধবার (১৩ অক্টোবর) সকালে নিজামপুর কলেজের সামনে এ ঘটনা ঘটে।
জানা যায়, মোটরসাইকেল নিয়ে এসে লাঠি সোটা নিয়ে অতর্কিত হামলা চালায় আওয়ামী লীগ নেতাকর্মীরা। পরে গাড়ীতে থাকা অধিকাংশ বিএনপি নেতাকর্মীরা দিকবিদিক পালিয়ে যায়। এসময় কমপক্ষে ৭টি ওপর গাড়ি ভাঙচুর করা হয়। এ সময় ১০ জন নেতাকর্মী আহত হয়। পরে তারা ব্যক্তিগতভাবে চট্টগ্রাম বিভাগীয় সমাবেশে দিকে চলে যায়।
ফেনীর দাগনভূঁঞা উপজেলা বিএনপির সভাপতি আকবর হোসেন জানিয়েছেন, ঢাকা-চট্টগ্রাম জাতীয় মহাসড়কের মিরসরাই নিজামপুর কলেজের সামনে বিএনপির গাড়ি বহরে হামলার ঘটনা ঘটেছে।
প্যা.ভ/তা
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2025 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত