শিরোনাম
Passenger Voice | ১১:০০ এএম, ২০২২-১০-১১
তাদের বিয়ের বয়স চার মাস। দীর্ঘদিন চুটিয়ে প্রেম করার পর গত ৯ জুন বিবাহবন্ধনে আবদ্ধ হন দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী নয়নতারা ও পরিচালক বিগনেশ শিবান। বিয়ের চার মাস পর যমজ সন্তানের মা-বাবা হয়েছেন তারা। নিজের ইনস্টাগ্রামে দুই পুত্রসন্তানের ছবি পোস্ট করে এই ঘোষণা দেন বিগনেশ।
রোববার (৯ অক্টোবর) এক টুইট বার্তায় সকলকে চমকে দিয়ে এই সুখবর শেয়ার করেন নয়ন তারা ও বিগনেশ। টুইটে ছবিও শেয়ার করেছেন তারা। ছবিতে দুই সন্তানের ছোট্ট পায়ে চুমু খেতে দেখা গেছে এই তারকা দম্পতিকে।
টুইট বার্তায় ভিগনেশ লিখেছেন, 'নয়ন আর আমি মা ও বাবা হলাম। যমজ পুত্রসন্তান হয়েছে। আমাদের প্রার্থনা, পূর্বপুরুষদের আশীর্বাদ এবং পুণ্যের জোরে দুই সন্তানের অভিভাবক হতে পেরেছি আমরা। আপনাদের আশীর্বাদ দরকার।'
টুইটারে নয়নতারা লিখেছেন, 'আমরা মা আর বাবা হলাম। যমজ পুত্রসন্তান হয়েছে। আমরা সত্যিই ধন্য।'
‘নানুম রাউড়িধান’ সিনেমার সেটে পরিচালক ভিগনেশের সঙ্গে নয়নতারার প্রেমের কাহিনি শুরু। ২০১৫ সাল থেকে সম্পর্কে রয়েছেন তারা। গত বছর এই প্রেম প্রণয়ে রূপ নেয়।
গত ৯ জুনতামিলনাড়ুর মহাবলীপুরমে একটি পাঁচতারকা হোটেলে ভিগনেশের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসেন নয়নতারা। সেই বিয়ের আসরে হাজির ছিলেন রজনীকান্ত থেকে শুরু করে শাহরুখ খান।
প্যা.ভ/ম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2025 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত