শিরোনাম
Passenger Voice | ১২:২১ পিএম, ২০২২-১০-০২
ঢাকাই ছবির আলোচিত নায়িকা পূজা চেরী হঠাৎ করেই উধাও! খোঁজ মিলছে না তার। বুধবার ( ২৮ সেপ্টেম্বর) থেকেই তার ফোন নম্বর বন্ধ পাওয়া যাচ্ছে।
তবে একইদিনেই সুখবর পেয়েছেন এই নায়িকা। আর সেই সুখবর হলো আমেরিকার ভিসা পেয়েছেন তিনি। দেশ টিভি ডিজিটালই প্রথম সেই খবরটি প্রকাশ করে। পূজার আমেরিকায় যাওয়ার শখ ছিল বহু পুরোনো। অবশেষে সেই সুযোগ পেলেন নায়িকা।
কিন্তু ‘পোড়ামন ২’ সিনেমার ছবির নায়িকার ফোন নম্বর বন্ধ রয়েছে। এমনকি তার মায়ের ফোন নম্বরও বন্ধ। মা-মেয়ে কেন ফোন বন্ধ করে রেখেছে তার হদিস পাচ্ছে না কেউ। সাংবাদিক থেকে শুরু করে তার মুক্তি প্রতীক্ষিত এক সিনেমার যুগল পরিচালকও নাকি খোঁজ পাচ্ছেন না নায়িকার।
খোঁজ নিয়ে ডিজিটাল একাধিক সূত্র থেকে জানতে পারে, বুবলী ইস্যুতে অনেকটা শিরোনামের বাইরে পূজা। এমনকি তার মুক্তি প্রতীক্ষিত সিনেমারও প্রচার প্রচারণা সেভাবে পাচ্ছে না। এছাড়া এই মুহূর্তে আমেরিকায় যাওয়ার বিষয়টিও গোপনে রাখতে চাইছেন তিনি।
পূজা নাকি তার ঘনিষ্ঠজনদের পরামর্শে আড়ালে থাকার সিদ্ধান্ত নিয়েছেন। ‘যেন খোঁজ মিলছে না নায়িকা পূজা’র এমন সংবাদের সূত্র ধরে হলেও গণমাধ্যমে আলোচনায় থাকতে পারেন তিনি।
প্যা.ভ/ম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2025 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত