পটুয়াখালী বিআরটিএর সহকারী পরিচালক আ. জলিলের বিরুদ্ধে দুদকের মামলা

Passenger Voice    |    ০৬:০২ পিএম, ২০২২-০৬-২০


পটুয়াখালী বিআরটিএর সহকারী পরিচালক আ. জলিলের বিরুদ্ধে দুদকের মামলা

নিজস্ব প্রতিবেদকঃ অবৈধ সম্পদ অর্জন ও ভোগদখল এবং ভুয়া সার্টিফিকেট ব্যবহারের অভিযোগে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএর পটুয়াখালী-বরগুনা সার্কেলের সহকারী পরিচালক (অতিরিক্তি দায়িত্ব) আব্দুল জলিল মিয়ার বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

দুদকের মামলায় বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) সহকারী পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মো. আ. জলিল মিয়ার বিরুদ্ধে ২৪ লাখ ৮৯ হাজার ৩৩৬ টাকার অবৈধ সম্পদ অর্জন ও ভোগদখলে রাখার অভিযোগে আনা হয়েছে।

গতকাল রোববার (১৯ জুন) দুদকের সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সাধন চন্দ্র সূত্রধর বাদী হয়ে এ দুটি মামলা করেন। সোমবার (২০ জুন) দুদকের জনসংযোগ দপ্তর এ তথ্য নিশ্চিত করেছে।

বিআরটিএর এই কর্মকর্তার বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন এবং তা ভোগদখলে রাখা ও ব্যাংক হিসাবে অস্বাভাবিক লেনদেনের অভিযোগ আনা হয়েছে। দুদক আইন, ২০০৪ এর ২৭(১) ও মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪ (২) ও ৪(৩) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করায় এ মামলা হয়েছে।

এর আগে ২০২১ সালের ১৫ সেপ্টেম্বর বিআরটিএ এর নোয়াখালী সার্কেলের সহকারী পরিচালক মো. ফারহানুল ইসলামের বিরুদ্ধে অবৈধভাবে ১৩ কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগে মামলা দায়ের করেছিল দুর্নীতি দমন কমিশন (দুদক)। তার বিরুদ্ধে অভিযোগ, তিনি চাকরিতে যোগ দেওয়ার পর ছয় বছরে ঘুষ গ্রহণের মাধ্যমে এ টাকা অর্জন করেছেন। দুদক সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১ এ ফারহানুল ইসলামের বিরেুদ্ধে মামলাটি দায়ের করেন সংস্থাটির উপ পরিচালক মো. রফিকুজ্জামান।

বর্তমানে বিআরটিএর এই সহকারী পরিচালক (ইঞ্জিঃ) পলাতক রয়েছেন। তার বিরুদ্ধে বিআরটিএ সদর কার্যালয়ে বিভাগীয় মামলা চলমান রয়েছে।