পায়ে দড়ি পেঁচিয়ে নদীতে পড়ে নিহত জেলে

Passenger Voice    |    ০৩:০৬ পিএম, ২০২২-০৫-১৪


পায়ে দড়ি পেঁচিয়ে নদীতে পড়ে নিহত জেলে

সুন্দরবনে মাছ ধরতে গিয়ে নদীতে নোঙর নৌকার ফেলার সময় পায়ে দড়ি পেঁচিয়ে নিখোঁজ জেলের লাশ ৪৪ ঘণ্টা পর উদ্ধার হয়েছে। 

শনিবার সকাল সাড়ে ১০টায় তার লাশ ভাসমান অবস্থায় উদ্ধার করে মোরেলগঞ্জ উপজেলার বারৈখালী গ্রামে নিয়ে যায় স্থানীয় জেলেরা।

নিহত মিরাজ মোরেলগঞ্জ উপজেলার বারৈখালী গ্রামের নাছির হাওলাদারের ছেলে।

তার বড় ভাই পলাশ হাওলাদার জানান, যে এলাকায় মিরাজ ডুবে গিয়েছিল ঠিক সেখানেই তার লাশ ভেসে ওঠে। লাশ পেয়ে ট্রলারযোগে দুপুরে বাড়ি নিয়ে আসা 

এর আগে বৃহস্পতিবার বিকালে পূর্ব বনবিভাগের শরণখোলা রেঞ্জের শেলা নদীতে নোঙর ফেলার সময় পায়ের সঙ্গে দড়ি পেঁচিয়ে পড়ে গিয়ে নিখোঁজ হয়েছিলেন জেলে মিরাজ হাওলাদার। 

ঈদের পরেরদিন বনবিভাগ থেকে পাস নিয়ে বড় ভাই পলাশ হাওলাদারের নৌকায় সুন্দরবনে মাছ ধরতে গিয়েছিলেন তিনি।