ইজিবাইকচালক ও হাইওয়ে পুলিশের সংঘর্ষে আহত ১০

Passenger Voice    |    ১০:৪৫ এএম, ২০২২-০৩-৩০


ইজিবাইকচালক ও হাইওয়ে পুলিশের সংঘর্ষে আহত ১০

ঝিনাইদহে ইজিবাইক চালকদের সঙ্গে হাইওয়ে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় পুলিশ সদস্যসহ ১০ জন আহত হয়েছেন। মঙ্গলবার বিকেলে সদর উপজেলার পোড়াহাটি এলাকায় এ ঘটনা ঘটে।

আহতদের মধ্যে ৩ জনকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ বিষয়ে ঝিনাইদহ হাইওয়ে পুলিশের ওসি শাহাবুদ্দিন চৌধুরী জানান, মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে ঝিনাইদহ-মাগুরা মহাসড়কের পোড়াহাটি এলাকায় সড়কে দায়িত্ব পালন করতে যায় আরাপপুর হাইওয়ে থানার সদস্যরা। সে সময় ইজিবাইক আটক করা নিয়ে চালক কলম উদ্দিনের সঙ্গে পুলিশের বাকবিতণ্ডা হয়।

তিনি আরও বলেন, ঘটনার এক পর্যায়ে ওই রাস্তায় চলাচল করা ইজিবাইক চালকসহ স্থানীয়রা একত্রিত হয়ে বিক্ষোভ করে। পরে পুলিশ ও তাদের মাঝে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে হাইওয়ে পুলিশের এস আই সোহাগ শিকদার, এ এস আই রুহুল কাদির, কনস্টেবল আব্দুল হান্নান, নাসিম সরকার, রিয়াজসহ অন্তত ১০ জন আহত হয়। খবর পেয়ে সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।