শিরোনাম
Passenger Voice | ০৪:১৯ পিএম, ২০২১-০৯-২৭
দাবি পূরণের ‘প্রতিশ্রুতি মেলায়’ কর্মবিরতির ঘোষণা প্রত্যাহার করেছে পণ্যবাহী পরিবহনের মালিক ও শ্রমিকরা।
রবিবার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সচিবালয়ে মালিক ও শ্রমিকদের সঙ্গে বৈঠক করেন। ৫ ঘণ্টাব্যাপী বৈঠক শেষে কর্মবিরতির ঘোষণা প্রত্যাহারের সিদ্ধান্ত নেয় পণ্যবাহী পরিবহনের মালিক-শ্রমিকরা। সোমবার থেকে ৪৮ ঘণ্টার কর্মবিরতি ঘোষণা করেছিল তারা।
বৈঠক শেষে মালিক ও শ্রমিক সংগঠনের সমন্বয়ক হোসেন আহমেদ মজুমদার সংবাদমাধ্যমকে বলেন, ‘সরকার আমাদের ১০ দফা দাবি মেনে নিতে রাজি হয়েছে। সে কারণে আমরা কর্মবিরতি প্রত্যাহার করে নিয়েছি।’
আরো পড়ুন: দাবি না মানলে ফের ৪৮ ঘন্টা কর্মবিরতি ঘোষণা
২১ আগস্ট বাংলাদেশ ট্রাক-কাভার্ডভ্যান, ট্যাংক লরি, প্রাইম মুভার মালিক-শ্রমিক সমন্বয় পরিষদ ১০ দফা দাবিতে কর্মবিরতির ঘোষণা দেয়। এরপর গত ২৩ সেপ্টেম্বর একটি সংবাদ সম্মেলনে জানানো হয়, দাবি পূরণ না হলে তারা কর্মবিরতিতে যাবে।
হোসেন আহমেদ আরো বলেন, ‘আলোচনা শেষ হয়েছে। তবে, আমরা আলোচনার সিদ্ধান্তগুলো লিখিত আকারে পাওয়ার জন্য অপেক্ষা করছি।’
তাদের দাবিগুলোর মধ্যে রয়েছে, দুজন পরিবহন শ্রমিকের মৃত্যুর বিষয়ে তদন্ত, সড়ক দুর্ঘটনার জন্য দণ্ডবিধির ৩০২ ধারায় চালকদের বিরুদ্ধে হত্যা মামলা প্রত্যাহার, ড্রাইভিং লাইসেন্স-সংক্রান্ত জটিলতার অবসান, ‘অত্যধিক পরিমাণে’ অগ্রিম আয়কর প্রত্যাহার এবং মহামারির মধ্যে কোনো ধরনের জরিমানা না নিয়ে তাদের গাড়ি আপডেট করার অনুমতি দেওয়া।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2025 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত