রেলমন্ত্রী স্টেশন থেকে নামা মাত্রই স্লোগান ‘দুলাভাইয়ের আগমন, শুভেচ্ছা স্বাগতম’

Passenger Voice    |    ০৫:০৫ পিএম, ২০২১-০৮-২৭


রেলমন্ত্রী স্টেশন থেকে নামা মাত্রই স্লোগান ‘দুলাভাইয়ের আগমন, শুভেচ্ছা স্বাগতম’

সাধারণত রাজনৈতিক নেতা বা মন্ত্রীর সংবর্ধনায় যে ধরনের দলীয় স্লোগান শোনা যায় এর বাইরে ব্যতিক্রমী এক স্লোগান শোনা গেছে বিরামপুরে।

ঘটনাটি ঘটেছে গতকাল (২৬ আগস্ট) বিকালে বিরামপুর রেলস্টেশনে। রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন বিরামপুর রেলস্টেশনে পৌঁছালে ‘দুলাভাইয়ের আগমন, শুভেচ্ছা স্বাগতম’ স্লোগানে মুখরিত হয় পুরো প্ল্যাটফর্ম।

পারিবারিক সফরে মন্ত্রী ঢাকা থেকে পঞ্চগড় যাওয়ার পথে ১৫ মিনিট অবস্থান করেন বিরামপুর। উল্লেখ্য এটি তাঁর শ্বশুড় বাড়ির এলাকা। মন্ত্রীর আগমনে পুরো স্টেশন শুভেচ্ছা সংবলিত বিভিন্ন ব্যানারে ছেয়ে গেছে। মন্ত্রী রেলগাড়ি থেকে নামামাত্র মানুষ ‘দুলাভাইয়ের আগমন, শুভেচ্ছা স্বাগতম’ স্লোগান দিতে থাকেন।

বৃহস্পতিবার (২৬ আগস্ট) সকালে ঢাকা কমলাপুর স্টেশন থেকে পঞ্চগড়গামী একতা এক্সপ্রেস বিকাল সাড়ে ৫টার দিকে বিরামপুর স্টেশনে এসে পৌঁছায়। এ সময় রেলমন্ত্রীকে ফুলের মালা ও ফুল দিয়ে বরণ করে নেয়া হয়।

১৫ মিনিট অবস্থান করে রেলমন্ত্রী বিরামপুর রেলস্টেশন কীভাবে আধুনিক করে গড়ে তোলা যায় এ বিষয়ে আলোচনা করেন। পাশাপাশি তিনি শ্বশুড় বাড়ির লোকজনের সঙ্গে কুশল বিনিময় করেন। এরপর গন্তব্যস্থল পঞ্চগড়ে রওনা হন।

এ সময় রেলমন্ত্রীকে শুভেচ্ছা জানাতে, বিরামপুর উপজেলা নির্বাহী অফিসার পরিমল সরকার, পৌর মেয়র আক্কাস আলী, থানা অফিসার ইনচার্জ সুমন কুমার মহন্তসহ হাজারও মানুষ স্টেশনে উপস্থিত ছিলেন।