করোনার নতুন ভ্যারিয়েন্ট

নিজ নিজ অবস্থানে থেকে ঈদ উদযাপন করুন: প্রধানমন্ত্রী

Passenger Voice    |    ১২:৪১ পিএম, ২০২১-০৫-১০


নিজ নিজ অবস্থানে থেকে ঈদ উদযাপন করুন: প্রধানমন্ত্রী

নভেল করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্টের বিষয়ে সতর্ক করে নিজ নিজ অবস্থানে থেকে ঈদ উদযাপনের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, করোনাভাইরাসের নতুন আরেকটি ভ্যারিয়েন্ট এসেছে, যেটা আরো বেশি মারাত্মক। এ কারণে সবাইকে সতর্ক থাকতে হবে। পার্শ্ববর্তী দেশে এ ভাইরাস আক্রমণ করেছে। আর প্রতিবেশী আক্রান্ত হলে তা থেকে দূরে থাকা কঠিন হয়ে যায়। তাই সবাইকে বলব, নিজ নিজ অবস্থানে থেকে ঈদ করুন। 

গতকাল পূর্বাচল নতুন শহর প্রকল্পের অবশিষ্ট মূল অধিবাসী ও ক্ষতিগ্রস্ত মোট ১ হাজার ৪৪০ জনের মধ্যে প্লট বরাদ্দপত্র প্রদান অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সিংয়ে যুক্ত হয়ে এসব কথা বলেন তিনি।

সরকারপ্রধান বলেন, আমি জানি ঈদের সময় মানুষ পাগল হয়ে গ্রামে ছুটছে। কিন্তু এই যে আপনারা একসঙ্গে যাচ্ছেন— এ চলার পথে ফেরিতে হোক, গাড়িতে হোক যেখানেই হোক, কার যে করোনাভাইরাস আছে আপনি জানেন না। কিন্তু আপনি সেটা বয়ে নিয়ে যাচ্ছেন আপনার পরিবারের কাছে। মা, বাবা, দাদা, দাদি, ভাই, বোন—আপনি কিন্তু তাদেরও সংক্রমিত করছেন, তাদেরও মৃত্যুঝুঁকিতে ফেলে দেবেন।

শেখ হাসিনা বলেন, একটা ঈদে কোথাও না গিয়ে নিজের ঘরে থাকলে কী ক্ষতিটা হয়। কাজেই আপনারা ছোটাছুটি না করে যিনি যেখানে আছেন সেখানেই থাকেন, ওখানেই নিজের মতো করে ঈদটা উদযাপন করেন। এখন রমজান মাস, আমরা রোজা রাখছি, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেন যেন এ করোনার হাত থেকে আমাদের দেশ মুক্তি পায়। দেশের মানুষ যেন মুক্তি পায়। আর যেন প্রাণহানি না হয়।

প্লটপ্রাপ্তদের উদ্দেশে সরকারপ্রধান বলেন, আপনাদের হাতে আপনাদের প্রাপ্য তুলে দিতে পেরেছি, এটা আমার জন্য সত্যি আনন্দের। আমরা পরিকল্পনা নিয়েছি একটি মানুষও গৃহহীন থাকবে না। যেটুকু পারি যেভাবে পারি মানুষের জন্য করার সেটা আমরা করে দেব। প্রতিটি ঘরে বিদ্যুৎ থাকবে, আলো জ্বলবে। প্রতিটি পরিবারেই শিক্ষিত মানুষ থাকবে, লেখাপড়া শিখবে। সেই লেখাপড়া শুধু কিতাবি পড়া না, সঙ্গে সঙ্গে ভোকেশনাল ট্রেনিং নেবে, কারিগরি শিক্ষা নিতে হবে; যেন কর্মসংস্থানের ব্যবস্থা হয়। শুধু বিএ-এমএ পাস করলে হবে না, চাকরির পেছনে ছুটলে হবে না, নিজেদের পায়ে দাঁড়াতে হবে। নিজেরা চাকরি দিতে পারে, সেভাবে নিজেদের কাজ করতে হবে। আমরা সেভাবেই সমাজকে গড়ে তুলতে চাই।

প্রধানমন্ত্রী বলেন, পূর্বাচল একটি পরিকল্পিত শহর। আমরা শুধু ঢাকা শহরকে কেন্দ্র করে নয়, প্রতিটি বিভাগ ও জেলায়ও এ ধরনের পরিকল্পিত বাড়ি যেন মানুষ করতে পারে, উন্নত জীবন পায়, প্রতিটি গ্রামের মানুষ যেন সুন্দরভাবে বাঁচতে পারে, সেই চেষ্টা করে যাচ্ছি, চেষ্টা করে যাব।

রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সাধারণ ক্ষতিগ্রস্ত ও মূল অধিবাসীকে প্রধানমন্ত্রীর পক্ষে বরাদ্দপত্র তুলে দেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এমপি। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি।