আকাশপথেও ঈদের ভিড় : মিলছে না টিকিট

Passenger Voice    |    ০১:৫২ পিএম, ২০২১-০৫-০৬


আকাশপথেও ঈদের ভিড় : মিলছে না টিকিট

টানা তিন সপ্তাহ বন্ধ থাকার পর আজ বৃহস্পতিবার রাস্তায় নেমেছে গণপরিবহন। তবে আন্তঃজেলা চলাচল এবং দূরপাল্লার বাস বন্ধই থাকবে। বন্ধ থাকছে ট্রেন-লঞ্চও। ফলে দূর-দূরান্তে যেতে আকাশপথের ওপর নির্ভর করছেন অনেকে। এ সুযোগে উড়োজাহাজে ভাড়া বেড়েছে অনেক। কিছু গন্তব্যের টিকিট নেই। আকাশযানে ভাড়া সরকারিভাবে নির্ধারণের সুযোগ নেই। বিমান চলে আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের বিধানমতে।

করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে চলমান বিধিনিষেধ ১৬ মে পর্যন্ত বাড়িয়ে গতকাল বুধবার প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ। প্রজ্ঞাপনে বলা হয়েছে, আন্তঃজেলা গণপরিবহন বন্ধ থাকবে। তবে ৫ মের পর যথাযথ স্বাস্থ্যবিধি প্রতিপালনসাপেক্ষে জেলার ভেতর গণপরিবহন চলাচল করতে পারবে। ট্রেন ও লঞ্চ চলাচল আগের মতোই বন্ধ থাকবে। অনেকে ঢাকার বাইরের সাতটি গন্তব্যে যেতে সড়ক, রেল ও নৌপথের বিকল্প হিসেবে বিমানে যাতায়াত করেন। এবার ঈদের আগেও যেহেতু আন্তঃজেলা বাস, ট্রেন, লঞ্চ বন্ধ থাকছে, তাই আকাশপথে যেতে ইচ্ছুকদের সংখ্যা স্বাভাবিক সময়ের চেয়ে বেশি।

এ কারণে দেশের বিভিন্ন অভ্যন্তরীণ রুটের টিকিটের চাহিদা বেড়ে গেছে। ৩ থেকে সাড়ে ৩ হাজার টাকার টিকিট ৯ হাজার টাকাতেও মিলছে না। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, নভোএয়ার, ইউএস-বাংলাসহ সব সংস্থারই একই হাল- টিকিট সংকট।