ফ্লাইট পরিচালনার ঘোষণা দিয়েও ব্যর্থ রিজেন্ট এয়ারওয়েজ

Passenger Voice    |    ০১:১২ পিএম, ২০২১-০৫-০৫


ফ্লাইট পরিচালনার ঘোষণা দিয়েও ব্যর্থ রিজেন্ট এয়ারওয়েজ

বেশ কয়েকবার তারিখ নির্ধারণ করেও আকাশে উড়তে পারছে না এক বছরের বেশি সময় ধরে বন্ধ থাকা বেসরকারি উড়োজাহাজ সেবাদানকারী কোম্পানি রিজেন্ট এয়ারওয়েজ। এয়ারলাইনস কর্তৃপক্ষ বলছে, করোনা পরিস্থিতির কারণেই এ অবস্থা। গত বছর করোনা সংক্রমণের একদম শুরুতে সব ধরনের ফ্লাইট চলাচল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করে বেসরকারি উড়োজাহাজ কোম্পানিটি। তখন থেকেই প্রতিষ্ঠানটির পাইলট ও কর্মকর্তা-কর্মচারীরা আছেন অবৈতনিক ছুটিতে।

বন্ধ থাকা সময়ের মধ্যে বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ ও এনবিআরের কাছে প্রতিষ্ঠানটির বকেয়ার পরিমাণ দাঁড়িয়েছে ৫০০ কোটি টাকা। বন্ধ হওয়ার আগে যাত্রীদের কাছে বিক্রি করা টিকিটের টাকাও ফেরত দেয়নি প্রতিষ্ঠানটি। বিভিন্ন সরকারি ফি বাবদ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) এয়ারলাইনসটির কাছে প্রায় ৩০০ কোটি টাকা পায়। এছাড়া তাদের কাছে এনবিআরের পাওনার পরিমাণ প্রায় ২০০ কোটি টাকা। ফ্লাইটে ফিরতে বেবিচককে ধীরে ধীরে পাওনা পরিশোধের কথা বলা হলেও কয়েক মাস ধরে কোনো টাকাই পরিশোধ করছে না রিজেন্ট।

বন্ধ থাকা সময়ের মধ্যেই বেশ কয়েকবার কার্যক্রম চালু করার ঘোষণা দিয়েছিল রিজেন্ট কর্তৃপক্ষ। সবশেষ চলতি বছরের মার্চে ফ্লাইট শুরুর কথা জানালেও বাস্তবায়ন করা হয়নি সে উদ্যোগও।এয়ারলাইনসটির বহরে বর্তমানে রয়েছে দুটি বোয়িং সেভেন থ্রি সেভেন ও একটি ড্যাশ-৮ মডেলের উড়োজাহাজ। কোনো উড়োজাহাজই বর্তমানে ওড়ার মতো অবস্থায় নেই। এর মধ্যে গত বছরের ডিসেম্বরে একটি বোয়িং সেভেন থ্রি সেভেন উড়োজাহাজের পরীক্ষামূলক উড়াল সম্পন্ন করা হয়েছে। বাকি দুটির ইঞ্জিন এখনও দেশে আসেনি।

বিগত এক বছরে কর্মকর্তা-কর্মচারীদের কোনো বেতনও দেয়নি এয়ারলাইনসটি। পাইলটদের অন্য প্রতিষ্ঠানে কাজ করার ছাড়পত্রও দেয়া হয়নি। রিজেন্টে কর্মরত রয়েছেন ২০ পাইলট। তাদের মধ্যে ১১ জন ক্যাপ্টেন আর ৯ জন ফার্স্ট অফিসার। গত এক বছরে একেকজন পাইলটের বেতন জমেছে গড়ে এক কোটি টাকারও বেশি, আর একেকজন ফার্স্ট অফিসারের অর্ধ কোটি টাকার বেশি।

শুধু বকেয়া বেতনই নয়, বন্ধ হওয়ার পর পাইলটদের সক্রিয় রাখতে বাধ্যতামূলক প্রশিক্ষণগুলোও শেষ করেনি রিজেন্ট। আন্তর্জাতিক বেসমারিক বিমান চলাচল কর্তৃপক্ষের নিয়মানুসারে প্রত্যেক পাইলটকে নির্দিষ্ট সময় পরপর বাধ্যতামূলকভাবে সিম্যুলেটরে প্রশিক্ষণ সম্পন্ন করতে হয়।এ বিষয়ে নাম প্রকাশ না করার শর্তে রিজেন্ট এয়ারওয়েজের একজন উচ্চপদস্থ কর্মকর্তা জানান, ফ্লাইটে ফিরতে সব ধরনের চেষ্টা অব্যাহত রয়েছে।

 তিনি বলেন, ‘রিজেন্টের ব্যাপারে আমরা অলরেডি পার্টস নিয়ে এসেছি। ইঞ্জিন এলেই আমরা এটা স্টার্ট করে দেব। ইঞ্জিনও আমাদের রেডি আছে, অলরেডি ইমপোর্টের জন্য দিয়েছি। এখন থাকবে তিনটা এয়ারক্রাফট। তিনটা সেভেন থ্রি সেভেন আর একটি ড্যাশ। এগুলো দিয়েই প্রাথমিকভাবে ফ্লাইট শুরুর পরিকল্পনা রয়েছে। শুরুতে অভ্যন্তরীণ গন্তব্যে এবং পরে আন্তর্জাতিক ফ্লাইট শুরু হবে।’ তবে কবে নাগাদ ফ্লাইট শুরু হবে তার কোনো দিনক্ষণ বলতে পারেননি তিনি।

অবশ্য বেবিচক বলছে, রিজেন্টের অগ্রগতি সন্তোষজনক নয়। আকাশপথের নিয়ন্ত্রক এ সংস্থার চেয়ারম্যান এম মফিদুর রহমান বলেন, রিজেন্টের সঙ্গে এখনও কথাবার্তা হচ্ছে। তাদের বিভিন্ন রকম সহায়তার আশ্বাসও দিয়েছি। তারা আসতে চায়, কিন্তু কংক্রিট কোনো এভিডেন্স এখনও দেখিনি ফিরে আসার মতো। তারা এয়ারক্রাফট সার্ভিসিং করাচ্ছে। এয়ারক্রাফট রেডি করছে বলে জানিয়েছে, কিন্তু আসলে বাস্তবে তাদের অগ্রগতিতে আমি সন্তুষ্ট নই। রিজেন্টের কাছ থেকে বেবিচকের পাওনা টাকাও শোধ করা হচ্ছে না বলে জানান তিনি। বেবিচক চেয়ারম্যান বলেন, পাওনা এখনও রয়ে গেছে। তারা অনেক দিন ধরে কোনো টাকা শোধ করছে না।