ফুটপাত না বাইক পার্কিং?

Passenger Voice    |    ০১:০০ পিএম, ২০২১-০৪-১৯


ফুটপাত না বাইক পার্কিং?

নারায়ণগঞ্জ শহরের বঙ্গবন্ধু সড়কের চাষাঢ়া অংশে একাধিক মার্কেটের সামনের ফুটপাত পুরোটাই দখলে বাইকারদের। বারবার বলেও মার্কেটের নিরাপত্তারক্ষীরা মোটরসাইকেল পার্কিং থেকে তাদের বিরত রাখতে পারেন না বলে অভিযোগ।

রোববার (১৮ এপ্রিল) সরেজমিনে শহরের মার্ক টাওয়ার, পপুলার বিল্ডিংয়ের সামনে এ দৃশ্য দেখা যায়। প্রায় শতাধিক মোটরবাইক পার্কিং করে সাধারণ মানুষের চলাচলের ফুটপাত বানানো হয়েছে অঘোষিত পার্কিং এলাকা।

এক মোটরসাইকেলের মালিক আরেফীন জানান, এখন তো লকডাউন। তাই মানুষ তো ফুটপাতে চলাচল করে না।

এ জন্যই পার্কিং করেছেন।  

আরেক ব্যক্তি সাইমন বলেন, পার্কিং করলে কি ফুটপাত বন্ধ হয়ে যায়? অনেক জায়গা থাকে।

তাছাড়া শহরের গাড়ি রাখার জায়গা কই যে রাখবো?

এ বিষয়ে জেলা পুলিশ সুপার জায়েদুল আলম বলেন, আমাদের ট্রাফিক বিভাগ নিয়মিত অবৈধ পার্কিংয়ের বিরুদ্ধে অভিযান অব্যাহত রেখেছে। অনেকেই তবুও পার্কিং করে, এটা এক ধরনের অজ্ঞতা ও অসচেতনতার অভাব। আমরা এ ব্যাপারে আমাদের পদক্ষেপ জোরদার করবো।