হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি শুরু

Passenger Voice    |    ১২:৩৪ পিএম, ২০২১-০৩-৩১


হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি শুরু

হিন্দু ধর্মাবলম্বীদের দোলযাত্রা আর মুসলমানদের পবিত্র শবেবরাত উপলক্ষে দুইদিন বন্ধের আবারও দিনাজপুরের হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানিসহ সকল কার্যক্রম স্বাভাবিক হয়েছে।

বুধবার (৩১ মার্চ) সকালে হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি হারুন উর রশিদ হারুন বিষয়টি নিশ্চিত করেছেন।

সভাপতি জানান, গত সোমবার হিন্দুদের দোলযাত্রা এবং গতকাল মঙ্গলবার পবিত্র শবেবরাত উপলক্ষে এই দুইদিন হিলি বন্দরে আমদানি-রপ্তানিসহ সকল কার্যক্রম বন্ধ ছিলো। দুই দিন বন্ধের পর আজ সকাল থেকে আবারও বন্দরে আমদানি-রপ্তানি শুরু হয়েছে।

হিলি পানামা পোর্ট লিংকের গণসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন প্রতাব মল্লিক জানান, ভারত থেকে পণ্যবাহী ট্রাকগুলো বন্দরে প্রবেশ করতে শুরু করেছে। ভারতীয় ট্রাকগুলো আনলোড করে, দেশি ট্রাকগুলো লোড হয়ে দেশের বিভিন্ন স্থানে ছেড়ে যেতে শুরু করেছে।