ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স প্রশাসকের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি

Passenger Voice    |    ১২:০০ পিএম, ২০২১-০৩-১২


ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স  প্রশাসকের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি

বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) চেয়ারম্যানের বিরুদ্ধে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কর্তৃক দুর্নীতি দমন কমিশনে (দুদক) দাখিল করা ৫০ লাখ টাকার ঘুষ দাবিসংক্রান্ত অভিযোগটি প্রত্যাহারের উদ্যোগ নেয়ার কারণে কোম্পানিটির প্রশাসক সুলতান-উল-আবেদীন মোল্লার বিরুদ্ধে কেন আদালত অবমাননার অভিযোগ আনা হবে না মর্মে কারণ দর্শানোর নির্দেশ দিয়েছেন উচ্চ আদালত। গতকাল হাইকোর্টের বিচারপতি এম ইনায়েতুর রহিম ও মো. মোস্তাফিজুর রহমানের বেঞ্চ এ আদেশ দিয়েছেন। এছাড়া এ বেঞ্চ অন্য একটি আদেশে আইডিআরএ চেয়ারম্যানের বিরুদ্ধে আনা অভিযোগ নির্ধারিত সময়ের মধ্যে তদন্ত করে আদালতের কাছে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।

ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের সাবেক পরিচালক জেয়াদ রহমানের আদালত অবমাননার পিটিশন শুনানি শেষে এ আদেশ দেয়া হয়েছে।

বাদীপক্ষের আইনজীবী ব্যারিস্টার কারিশমা জাহান বলেন, ডেল্টা লাইফের প্রশাসক তার নির্ধারিত দায়িত্বের বাইরে গিয়ে আইডিআরএ চেয়ারম্যানের বিরুদ্ধে দায়ের করা অভিযোগ প্রত্যাহারের চেষ্টা করেছেন। অথচ অভিযোগটি তদন্তের জন্য উচ্চ আদালত থেকে দুদককে নির্দেশনা দেয়া হয়েছে। আদালতের আদেশ থাকা সত্ত্বেও প্রশাসক কর্তৃক অভিযোগ প্রত্যাহারের উদ্যোগ নেয়ার কারণে আদালত অবমাননা করা হয়েছে। বিষয়টি আমরা আদালতের কাছে উত্থাপন করা হলে শুনানি শেষে সুলতান-উল-আবেদীন মোল্লাকে আদালত অবমাননা বিষয়ে কারণ দর্শানোর নোটিস দিয়েছেন।

এদিকে সম্প্রতি হাইকোর্ট বিভাগের বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও মো. কামরুল হোসেন মোল্লাহর বেঞ্চ এক অন্তর্বর্তীকালীন আদেশে আইডিআরএ চেয়ারম্যান ড. এম মোশাররফ হোসেনের বিরুদ্ধে ঘুষ দাবির অভিযোগ প্রত্যাহারের আবেদন বিবেচনায় না নিতে দুদককে নির্দেশ দিয়েছেন। আদালতের আদেশে বলা হয়েছে, ডেল্টা লাইফে আইডিআরএ কর্তৃক নিয়োগকৃত প্রশাসক তার নির্ধারিত দায়িত্বের বাইরে গিয়ে আইডিআরএ চেয়ারম্যানের বিরুদ্ধে দায়ের করা ঘুষের অভিযোগ প্রত্যাহারের উদ্যোগ নিয়েছেন।

এ ধরনের কর্মকাণ্ড তার কার্যপরিধির মধ্যে পড়ে না। ফলে আদালত প্রশাসককে দৈনন্দিন ও ব্যবসাসংক্রান্ত কার্যক্রমের বাইরে তার কার্যপরিধির আওতাবহির্ভূত সিদ্ধান্ত নেয়া থেকে নিবৃত্ত থাকার আদেশ দিয়েছেন।

এছাড়া দুদকের কাছে আইডিআরএ চেয়ারম্যানের বিরুদ্ধে দায়ের করা অভিযোগটি আদালতে বিচারাধীন রয়েছে। এ অবস্থায় দুদককে অভিযোগ প্রত্যাহারের আবেদনটি বিবেচনায় না নেয়ার জন্যও নির্দেশনা দিয়েছেন সংশ্লিষ্ট বেঞ্চ।