শিরোনাম
Passenger Voice | ১২:৩৭ পিএম, ২০২১-০২-২৪
মাগুরায় ঢাকা-খুলনা মহাসড়কের পারনান্দুয়ালী পল্লী বিদ্যুৎ অফিসের সামনে এইচ পিকআপের (লেগুনা) ধাক্কায় সালাম বিশ্বাস (৮৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। বুধবার (২৪ ফেব্রয়ারি) সকাল ৮টায় মাগুরা ঢাকা-খুলনা মহাসড়কের পাল্লী বিদ্যুৎ অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।
তিনি কলাপতা ব্যবসায়ী ছিলেন।
নিহতের ভাতিজা বলেন প্রতিদিনের মত ভ্যান গাড়ি করে শহরের লক্ষ্মীকান্দর এলাকা থেকে কলাপাতা কিনে শহরের মাছ বাজারে বিক্রি করেন চাচা। সকালে শহরের পল্লী বিদ্যুৎ অফিসের সামনে গেলে আট রশি থেকে ছেড়ে আশা এইচ পিকআপ আমার চাচাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি।
মাগুরা সদর থানার উপ পরিদর্শক (এসআই) রিপদ দাস বলেন মাগুরা পল্লী বিদ্যুৎ অফিসের সামনে সড়ক দুর্ঘটনায় এক ব্যবসায়ীর মৃতু হয়েছে। খবর পেয়ে পুলিশ এইচ পিকআপটি আটক করলেও চালক ও যাত্রীরা পালিয়ে গেছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2021 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত