যশোরে রেলওয়ের দেড় শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু

Passenger Voice    |    ০৪:৩২ পিএম, ২০২১-০২-২৩


যশোরে রেলওয়ের দেড় শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু

ভ্রাম্যামাণ আদালতের অভিযানে মঙ্গলবার যশোরে রেলওয়ের জমি থেকে দেড় শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। খুলনা থেকে আসা রেলওয়ের (পশ্চিমাঞ্চল) নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরুল ইসলাম ও যশোর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্টেট হাফিজুল হক অভিযানের নেতৃত্ব দেন।

রেলওয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরুল ইসলাম বলেন, মোট ১৫০টি অবৈধ স্থাপনা উচ্ছেদের তালিকায় রয়েছে। সবগুলোই উচ্ছেদ করা হবে। অভিযানে জেলা পুলিশ, জিআরপি এবং রেলওয়ের নিরাপত্তা কর্মীরা অংশ নেন।

তিনি জানান, যশোর রেল স্টেশনের পশ্চিমপাশে অবৈধভাবে ব্যবসা প্রতিষ্ঠান, বসতঘরসহ (কাঁচা-পাকা) বিভিন্ন স্থাপনা তৈরি করে জবর-দখল করে রেখেছে। বিভিন্ন সময় তাদের রেলওয়ের জায়গা ছাড়তে নোটিশ দেওয়া হলেও দখল ছাড়েনি। ফলে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালানো হয়।