চট্টগ্রাম বন্দর বিশ্ব র‌্যাংকিংয়ের অবস্থান ৫৮ তম : রুহুল আমিন

Passenger Voice    |    ০১:০৭ পিএম, ২০২১-০২-২৩


চট্টগ্রাম বন্দর বিশ্ব র‌্যাংকিংয়ের অবস্থান ৫৮ তম : রুহুল আমিন

চট্টগ্রাম বন্দরের শীর্ষ টার্মিনাল অপারেটর এবং সাইফ পাওয়ারটেক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক তরফদার মো. রুহুল আমিন বলেছেন, বিশ্ব র‌্যাংকিংয়ে চট্টগ্রাম বন্দরের অবস্থান কয়েক বছর পূর্বেও যেখানে ১০০ তম স্থানের কাছাকাছি ছিলো সেটি এখন অনেক অগ্রসর হয়ে বর্তমানে ৫৮-এ উন্নীত হয়েছে।

চট্টগ্রাম বন্দরকে এখানকার সাংবাদিকরা যেভাবে বিশ্ববাসীর কাছে তুলে ধরেছেন তা সত্যিই অনবদ্য। চট্টগ্রাম বন্দর বাঁচলে বাংলাদেশ বাঁচবে। ২০০৭ সাল থেকে সাইফ পাওয়ারটেক লিমিটেড চট্টগ্রাম বন্দরের টার্মিনাল হ্যান্ডলিং অপারেটরের দায়িত্ব পালন করে যাচ্ছে। বর্তমানে চট্টগ্রাম বন্দরের ৬০ শতাংশের বেশি কন্টেইনার হ্যান্ডলিংয়ের কাজ করছে সাইফ পাওয়ারটেক লিমিটেড।

এক্ষেত্রে সাংবাদিকসহ সংশ্লিষ্ট সকলের সম্মিলিত প্রচেষ্টায় চট্টগ্রাম বন্দরের গুরুত্ব দিন দিন বৃদ্ধি পাচ্ছে। গতকাল সোমবার সাংবাদিকদের সাথে মত বিনিময়কালে সাইফ পাওয়ার টেক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও চট্টগ্রাম প্রেস ক্লাবের আজীবন দাতা সদস্য এসব কথা বলেন। চট্টগ্রাম প্রেস ক্লাব সভাপতি আলহাজ্ব আলী আব্বাসের সভাপতিত্বে মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য দেন, প্রেস ক্লাব সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ। যুগ্ম সম্পাদক নজরুল ইসলামের সঞ্চালনায় ধন্যবাদ বক্তব্য দেন, সিনিয়র সহসভাপতি সালাহউদ্দিন মো. রেজা।

তরফদার মো. রুহুল আমিন আরো বলেন, প্রধানমন্ত্রীর সুযোগ্য নেতৃত্বে দেশ যেখানে এগিয়ে যাচ্ছে সেখানে সাংবাদিকদের ভূমিকা বলে শেষ করা যাবে না। করোনা মহামারী ছাড়াও বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগকালীণ সময়ে আমি দেখেছি, সাংবাদিকরা কীভাবে ঝুঁকি নিয়ে কাজ করেন। সেই বিষয়গুলো অনুধাবন করে সাইফ পাওয়ারটেক লিমিটেড চট্টগ্রামের সাংবাদিকদের কল্যাণে এগিয়ে এসেছে। ভবিষ্যতেও প্রেস ক্লাবের নানা কল্যাণমূলক কর্মকাণ্ডে নিজের সম্পৃক্ততার কথা ঘোষণা দেন তিনি। শেষে প্রেস ক্লাব নেতৃবৃন্দের হাতে সাংবাদিকদের কল্যাণ ফান্ডের জন্য ২০ লক্ষ টাকার অনুদানের চেক হস্তান্তর করেন।

এ সময় ক্লাবের সহসভাপতি স ম ইব্রাহীম, অর্থ সম্পাদক রাশেদ মাহমুদ, ক্রীড়া সম্পাদক দেবাশীষ বড়ুয়া দেবু, সমাজসেবা ও আপ্যায়ন সম্পাদক মো. আইয়ুব আলী, প্রচার ও প্রকাশনা সম্পাদক আলীউর রহমান, কার্যকরী সদস্য শহীদুল্লাহ শাহরিয়ার, মোয়াজ্জেমুল হক, দেবদুলাল ভৌমিক, মনজুর কাদের মনজু উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।