সেবক চট্রগ্রাম উত্তর জেলা কমিটির পরিচিতি ও ফ্রি ডিফেন্সিভ ড্রাইভিং প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন

Jahangir Alam babu    |    ০৪:৩৩ পিএম, ২০২১-০২-২২


সেবক চট্রগ্রাম উত্তর জেলা কমিটির পরিচিতি ও ফ্রি ডিফেন্সিভ ড্রাইভিং প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন

মো : জাহাঙ্গীর আলম বাবু : এসো সড়ক দূর্ঘটনা মুক্ত বাংলাদেশ গড়ার প্রতিপাদ্যকে সামনে রেখে সেবক চট্রগ্রাম উ্ওর জেলা শাখার উদ্যোগে ফ্রি ডিফেন্সিভ ড্রাইভিং প্রশিক্ষণ ও সেবক চট্রগ্রাম উত্তর জেলার নেতৃবৃন্দের সাথে কেন্দ্রীয় কমিটির পরিচিতি সম্পূর্ণ হয়।  নগরীর লাভ লেইন মোড় মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন হলরুমে ২০শে ফেব্রুয়ারি (শনিবার) বিকাল ৩টায় অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। 

এতে প্রধান অতিথি ছিলেন চট্রগ্রাম জেলা পরিষদ সদস্য  আ.ম.ম দিলসাদ। প্রধান বক্তা ছিলেন সেবকের কেন্দ্রীয় সভাপতি খাঁন মো: বাবুল ও কেন্দ্রীয় সাধারন সম্পাদক কাজী আব্দুল কাইয়ুম। প্রায় অর্ধশতাধিক ড্রাইভারের উপস্থিতে ফ্রি ডিফেন্সিভ ড্রাইভিং প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন ও প্রশিক্ষণদেন সেবকের সভাপতি খাঁন মো:বাবুল। ড্রাইভারদের ড্রাইভিং নিয়ে বিভিন্ন দিক নির্দেশনা ও সেবকের কাযর্ক্রম তাদের মাঝে তুলে ধরেন। তিনি বলেন সেবকের ফ্রি ডিফেন্সিভ ড্রাইভিং সব সময় সেবকের পক্ষ থেকে দেওয়া হবে এবং সেবকের মূল লক্ষ সেবা বড় কর্ম এটি সেবকের প্রতিটি সদস্যকে মেনে সবার সাথে কাজ করতে হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি চট্রগ্রাম জেলা পরিষদের সদস্য  আ.ম.ম দিলসাদ তার বক্তব্যে বলেন বাংলাদেশে সড়ক দুর্ঘটনা একটি মহামারি মত সেবকের ফ্রি ড্রাইভিং কর্মশালা যদি বাংলাদেশের প্রতিটি ড্রাইভারের করানো যায় তাহলে সড়ক দুর্ঘটনা অনেক অংশে কমে আসবে , তিনি সেবকের সাথে সব সময় আছে এবং তার নির্বাচনি এলাকা সীতাকুন্ড ও মিরসরাই আংশিকে মধ্য সেবকের সকল কাযক্রমে তার সহযোগীতা থাকবে এবং সেবক উওর জেলার জন্য ২লক্ষ টাকা দিবে বলে আশস্ত করেন ।

অনুষ্ঠানে আরো বক্তব্য দেন সেবকের কেন্দ্রীয় সাধারন সম্পাদক কাজী আব্দুল কাইয়ূম,মাহমুদ হাসান,সেলিম খান, আব্দুল মাহবুব,শুভেচ্ছা বক্তব্যদেন এরশাদ,বাহার,হাকিম,হোসেন,মাহবুত সহ আরো অনেকে।বিশেষ অতিথি ছিলেন মো:মতিয়ার রহমান,হ্বাজী মো:আনোয়ার হোসেন,মো:সাহাদাত হোসেন,মো:সামছুউদ্দিন চৌধুরী।

 অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সেবক উওর জেলার সা: সম্পাদক দিদারুল আলম ও সাংগাঠনিক সম্পাদক রুস্তম আলি অনুষ্ঠানের সার্বিকত্তাবদান ও সভাপতিত্ব করেন উওর জেলার সভাপতি সুজন মল্লিক সভাপতির বক্তব্যে তিনি বলেন চট্রগ্রাম উওর জেলার পক্ষ থেকে প্রতি মাসে এই রকম ফ্রি ডিফেন্সিভ ড্রাইভিং কর্মশালা করা হবে।